বিজেপির তোলা বাজির অভিযোগ,ফেরি সার্ভিস বন্ধের জেরে বিপত্তি
Allegations raised by the BJP on the bet are hampered by the suspension of ferry services

The Truth of Bengal: বিজেপিকে তোলা না দেওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে নন্দীগ্রামের ফেরি পরিষেবা। তোলা না দেওয়ায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন জালপাই সহ বিভিন্ন এলাকার মানুষ। গেরুয়া শক্তির এই পেশী আস্ফালন কার্যতঃ দলমত নির্বিশেষে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।তৃণমূল কংগ্রেস নেতারা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতৃত্বের, তোলাবাজির তুমুল সমালোচনা করেছেন।
বাংলায় তোলাবাজির কথা তুলে ধরে যে বিজেপি বারবার সরব তাঁদের বিরুদ্ধেই এবার গুরুতর অভিযোগ উঠল।তোলাবাজি, কাটমানির জন্য বিজেপি নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন নন্দীগ্রামের বাসিন্দারা। হলদি নদীর পারে তাঁর জায়গা রয়েছে বলে দাবি করেন গেরুয়া নেতা।তারপরই তোলা না দেওয়ার জন্য নন্দীগ্রামের ভেকুটিয়া পঞ্চায়েত এলাকায় জলপথে যোগাযোগ থমকে দাঁড়িয়েছে।যারজন্য গেরুয়া শিবিরের নেতাদের বিরুদ্ধে জনরোষ তীব্র হয়েছে। জানা গেছে,ভেকুটিয়া পঞ্চায়েত এলাকার পঞ্চম খণ্ড জলপাই গ্রামের ৩২ নম্বর বুথ এলাকায় রয়েছে নন্দীগ্রাম-বালুঘাটা ফেরি সার্ভিস। প্রতি দিন এই ঘাট থেকে বহু মানুষ হলদিয়ায় যাতায়াত করেন। কিন্তু বিজেপি নেতার ‘বাধায়’ শুক্রবার থেকে এই ফেরিঘাট বন্ধ হয়ে গিয়েছে। কাজে বেরিয়েও বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছেন অনেকে। বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বিশাল দলবল নিয়ে ফেরিঘাটে তোলা চেয়ে জুলুম চালায় বলে অভিযোগ।
নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চম খণ্ড জালপাই গ্রামের ৩২ নম্বর বুথে, পঞ্চম খণ্ড জালপাই থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে ফেরি পরিষেবার ইজারা নিয়েছিলেন স্থানীয় বাসিন্দা প্রভাত মাজি। তাঁর অভিযোগ, বিজেপি নেতা শুভেন্দু বেশ কয়েক জন বিজেপি কর্মীকে নিয়ে এসে ওই ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন।তৃণমূল কংগ্রেস এই দাবির তীব্র সমালোচনা করেছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতাদের এই দাদাগিরিও তোলাবাজির অভিযোগ কার্যতঃ বিরোধী বিজেপিকে যে বিঁধছে তা বলাই যায়। জনরোষও বাড়ছে বিরোধী শিবিরের বিরুদ্ধে।