কুর্মি আন্দোলনের জেরে ফের বাতিল একগুচ্ছ দুরপাল্লার ট্রেন, বিপাকে যাত্রীরা
Kurmi movement

The Truth of Bengal: নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে, কুর্মি সম্প্রদায়ের মানুষেরা। আর এর জেরে মঙ্গলবার একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেলওয়ে। সূত্রের খবর, আজ বাতিল করা হয়েছে 13404 ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস, 18186 গোড্ডা–টাটানগর এক্সপ্রেস। এছাড়া বাতিলের তালিকায় আছে পূর্ব রেলওয়ে রুট হয়ে যাওয়া সাতটি ট্রেনও। 17007 সেকেন্দ্রাবাদ-দ্বারভাঙা এক্সপ্রেস, 28182 কাটিহার-টাটানগর এক্সপ্রেস, 22511 লোকমান্য তিলক টার্মিনাল-কামাখ্যা এক্সপ্রেস, 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস, 15028 গোরক্ষপুর-হাতিয়া মৌর্য এক্সপ্রেস, 13288 রাজেন্দ্রনগর টার্মিনাল-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস ও 07052 রাক্সৌল-সেকেন্দ্রাবাদ স্পেশাল।
তপশিলী উপজাতি হিসেবে ঘোষণা করতে হবে কুর্মিদের। এই দাবিতে একাধিকবার আন্দোলন সংগঠিত করা হয়েছিল। ফের একবার একই দাবি আন্দোলনে নামতে চলেছে কুড়মি সমাজ। বুধবার ভোর থেকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ঘোষণা করা হয়েছে। এর আগে কুড়মি আন্দোলনের জেরে একটানা ব্যাহত হয়েছিল ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছিল বহু ট্রেন, আবার কিছু ট্রেনকে অন্য রুটে ঘোরানো হয়েছিল। কুর্মি সমাজ নতুন করে আন্দোলন ঘোষণা করার পরেই, দক্ষিণ পূর্ব রেলের তরফ সংগঠনকে চিঠি দিয়ে অনুরোধ করেছে, রেল অবরোধ না করার।