খড়্গপুর আইআইটি-র হস্টেলে ভিন রাজ্যের পড়ুয়ার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য ক্যাম্পাস জুড়ে
IIT Student death

The Truth of Bengal: ফের খড়্গপুর আইআইটিতে রহস্যজনক মৃত্যু হল, ভিনরাজ্যের এক পড়ুয়ার। মৃতের নাম কিরণ চন্দ্র। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল।
আই আই টি ক্যাম্পাস সূত্রের খবর, কিরণচন্দ্র তেলেঙ্গানার বাসিন্দা। বুধবার ভোরে, হস্টেলের ৫১৩ নম্বর রুমে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কলেজের তরফে মৃতের পরিবারকে ইতিমধ্যে খবরও দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রের খবর, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জানানে হয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
ছাত্র মৃত্যু নিয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়েছে খড়গপুর আইআইটি-কে। বছর খানেক আগেই আইআইটির হস্টেল থেকে এক ছাত্রের পচা-গলা দেহ উদ্ধার হয়েছিল। সেই মৃত্যুর মামলা গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। মৃতের পরিবারের অভিযোগ ছিল, ৬-৭ দিন আগে মৃত্যু হলেও একদিন আগে মৃত্যু হয়েছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।
সেই ছাত্রের দেহ আদালতের নির্দেশে দুবার ময়নাতদন্ত করা হয়। ওই ঘটনার পরেই অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি করা হয় খড়্গপুর আইআইটি-তে। এছাড়াও চলতি বছরের জুন মাসে ইন্টার্নশিপ করেতে থাকা কেরলের এক পড়ুয়ার মৃত্যু হয় খড়গপুর আইইটিতে। আইআইটি-র মতো জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বারবার এভাবে ছাত্র-মৃত্যুর ঘটনায়, বিভিন্ন স্তরের প্রশ্ন উঠতে শুরু করেছে।