রাজ্যের খবর

গণি খান চৌধুরীর প্রয়াণের ১৮ বছর পার, এখনও কি মালদার ভোট অঙ্ক ঘোরে তাঁর নামের আশেপাশেই ?

After 18 years of Gani Khan Chowdhury's death, is Malda's vote count still around his name?

The Truth Of Bengal : অভিষেক দাস, মালদা:- মালদা জেলা একসময় পরিচয় ছিল প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী তথা কংগ্রেস নেতা এবিএ গণি খান চৌধুরী দুর্গ হিসাবে । তিনি এই মুহূর্তে নেই । প্রায় 18 বছর আগে প্রয়াত হন । এক সময় তার নামেই মালদা জেলায় ভোট হতো। কিন্তু মৃত্যুর ১৮ বছর প্রায় দেড় যুগ পরেও মালদায় গনি খানের মিথ রয়েছে কিনা ভোটে কতটা সক্রিয় গণি মিথ তা নিয়ে এখন জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে l এইবারে নির্বাচন প্রমাণ করবে মালদায় গণি‌ মিথ এখনো সক্রিয় কিনাl ১৯৮০ সালে অবিভক্ত মালদহ লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার জিতে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন আবু বরকত আতাউর গনি খান চৌধুরী। সেই শুরু একটানা আটবার মালদহ থেকে সাংসদ হিসাবে অপরাজয়ের থাকার রেকর্ড করেন বরকত সাহেব।

২০০৬ সালে তার মৃত্যুর পর নির্বাচন হয় এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হন বরকত সাহেবের ভাই আবু হোসেন খান চৌধুরী ওরফে ডালু বাবু। তাকেও খালি হাতে ফেরায়নি জনতা । অবিভক্ত মালদহ এবং পরবর্তীতে দক্ষিণ মালদহ মিলিয়ে একটানা পর পর চারবার সাংসদ নির্বাচিত হন ডালূ বাবু। এবিএ গণি খান চৌধুরী, তিনি কয়লা মন্ত্রী , রেলমন্ত্রী থাকাকালীন জেলায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। যেটা মালদার মানুষ এখনো তাকে ভুলতে পারেনি। তবে সময়ের সাথে সাথে রাজনৈতিক গতিবিধিও পরিবর্তন হয়েছে।

বরকত গনি খান চৌধুরী আজ নেই তবে এখনো মালদার মানুষ তাকে শ্রদ্ধা করেন গণি খানের ম্যাজিক বা তার নামে ভোট। এখনও হয় বলে মনে করেন বর্তমান কংগ্রেস নেতাকর্মীরা।

Related Articles