দুঃসাহসিক ডাকাতি! বাড়িতে ঢুকে লুটপাট লক্ষ লক্ষ টাকার গহনা সহ টাকা
Adventurous robbery! House broken into, jewellery worth lakhs of rupees looted

Truth of Bengal, মাধব দেবনাথ, নদিয়া : মাত্র দু ঘন্টা বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দরজার তালা ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গহনা এবং নগদ টাকা লুট করল দুষ্কৃতীরা। ঘটনায় সর্বস্বান্ত গোটা পরিবার। নদীয়ার শান্তিপুর ঢাকা পাড়া এক নম্বর রামগোপাল সেন স্ট্রিট এলাকার ঘটনা।
বাড়ির গৃহবধূ শর্মিষ্ঠা সূত্রধরের দাবি, তিনি বিভিন্ন জায়গায় গীতা পাঠ করতে যান। ঠিক তেমনি এদিন সন্ধ্যায় পাশের পাড়ায় ভগবত গীতা পাঠ করতে গিয়েছিলেন। বাড়িতে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছ হয়ে যায় তাঁর। আলমারির লকারে ছিল প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গহনা এবং একটি লোন নিয়ে ৭৫ হাজার টাকা সেই লকারে ছিল। দুষ্কৃতীরা সমস্ত কিছু লুট করে নিয়ে চম্পট দেয়।
শান্তিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ বাড়িতে গিয়ে তদন্ত করে। তবে এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকে ধরতে পারিনি পুলিশ। গৃহবধূর দাবি, চক্রান্ত করেই এই লুটপাট করেছে দুষ্কৃতীরা। পুলিশ যদি শক্ত হাতে সঠিক তদন্ত করে তাহলে এই চুরির ঘটনার কিনারা করা সম্ভব।