মসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর
Trending

lok sabha election 2024: তৃণমূল নয় , ভোট দিন বিজেপিকে বিতর্কিত মন্তব্য অধীরের

lok sabha election 2024 : Adhir's Controversial Comment, Vote BJP Not Trinamool

The Truth Of Bengal :  তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এই মন্তব্য করেন অধীর।

সরাসরি বিজেপিকে ভোট দেয়ার পরামর্শ অধীরের গলায়। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবারে নির্বাচনে অধীর চৌধুরীর প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুরের বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। প্রতিপক্ষকে প্রতিহত করার অস্ত্র কী তাহলে বিজেপি? রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ বলছে ইউসুফ পাঠান প্রার্থী হওয়ায় ভয় পেয়ে গিয়েছেন অধীর। আর তাই নির্বাচনী প্রচারে বেরিয়ে মেজাজ হারাচ্ছেন কংগ্রেস প্রার্থী। কখনো কাউকে চড় মারছেন। এবার সরাসরি বলছেন তৃণমূলকে ভোট দেয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো।

অধীর চৌধুরীর এই মন্তব্য ঘিরে শোরগোল রাজনৈতিক মহল। যেখানে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস সেখানে পশ্চিমবঙ্গে কি করে তাদের দলের সভাপতি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেন? এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। তবে কী পরাজয়ের আতঙ্কে ভুগছেন অধীর? আর সে আতঙ্ক থেকেই বিজেপির প্রতি দুর্বলতা!

Related Articles