যক্ষা রোগ দূর করতে তৎপর প্রশাসন, রোগীদের দেওয়া হল পুষ্টিকর খাবার
Active administration to eliminate tuberculosis, TB patients are given nutritious food

Truth Of Bengal: যক্ষা রোগ দূর করতে প্রশাসন কাজ করছে। এবার জঙ্গলমহলের যক্ষা রোগীদের সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে এগিয়ে এলেন বিনপুরের বিএমওএইচ ডাক্তার জয়ন্ত মাহাতোর নেতৃত্বে চিকিত্সকরা। উল্লেখ্য, বিনপুরে ২০০জনের কাছে টিবি রোগীকে দেওয়া হল পুষ্টিকর খাবার। এইসব রোগীদের চিকিত্সা চলছে বিনপুর ব্লকের বিভিন্ন হাসপতালে। আগামী ৬মাস তাদের টিবির ওষুধ খেতে হবে। এই সময় বিএমওএইচ এর নেতৃত্বে তার স্টাফরা নিয়মিত ঐ রোগী কে মনিটারিং করে। এই সময় ওই রোগীদের পর্যাপ্ত প্রোটিন যুক্ত খাওয়া বাধ্যতা মূলক। কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য অনেকেই এই খবার সংগ্রহ করতে পারেন না। তাই রাজ্য সরকারের তরফে ‘নিক্ষয়মিত্র’ স্কিম চালু করা হয়। অর্থাৎ দুঃস্থ এই রোগীদের ছয় মাসের খাবারের দায়িত্ব যে কেউ নিতে পারে। সেই মত বিনপুরএর বিএমওএইচ তাঁর সহকর্মী দের নিয়ে, বিনপুর ব্লকের প্রায় ২০০জন রোগীর খাবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া হয়েছে। বিনপুর হাসপাতাল এবং লালগড় হাসপাতালে একটি অনুষ্ঠানে রোগীদের হাতে টিবি-র কিট এবং এক মাসের খাবার তাদের হাতে তুলে দেওয়া হয়। প্রতি মাসে তাদের হাতে এই পুষ্টি কর খাদ্য তুলে দেওয়া হবে।
২০০ জন টিবি রোগীর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ার ভাবনা কে সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রামে সিএমওএইচ ডাঃ ভূবন চন্দ্র হাঁসদা। বিএমওএইচ ডাঃ জয়ন্ত মাহাত জানান যে আমরা ঝাড়গ্রাম কে টিবি মুক্ত করতে সাধারন মানুষকে নিক্ষয়মিত্র হতে আবেদন জানাচ্ছি। তাই আমরা সমস্ত ডাক্তার নার্স এবং সমস্ত স্টাফরা মিলে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জঙ্গলমহলের স্বাস্থ্যবন্ধু এই উদ্যোগে খুশি এলাকার টিবি রোগীরা। ওষুধের সাথে প্রোটিন জাতীয় খাবারও এবার থেকে পাবেন সব টিবি আক্রান্ত রোগী।