ম্যানগ্রোভ ধ্বংস হলে নেওয়া হবে ব্যবস্থা, কুলতলিতে হুঁশিয়ারি পুলিশ সুপারের
Action will be taken if mangroves are destroyed

The Truth of Bengal: সুন্দরবনকে বাঁচাতে হলে আরও বেশি করে ম্যানগ্রোভ গাছ লাগাতে হবে। বারবার এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কয়েক বছর ধরে বন দফতর গোটা সুন্দরবনে প্রচুর ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে। তবে অসাধু কিছু মানুষ সেই গাছ কেটে ভেড়ি তৈরির পাশাপাশি বাড়িঘর নির্মাণ করে চলেছেন। এই ম্যানগ্রোভ ধ্বংস যে কোনওভাবে মেনে নেওয়া হবে না, তা হুঁশিয়ারি দিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি।
বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে কুলতলি থানা ও চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় সচেতনতা শিবির। সচেতনতা শিবিরের পাশপাশি স্বাস্থ্য শিবির হল জয়নগর দুই নম্বর ব্লকের চুপড়িঝাড়া আদিবাসীপাড়ায়। উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক আধিকারিক। নারী পাচার, বাদাবন ধ্বংস, বাল্যবিবাহ, স্কুল ছুট, ইঁদুর দ্বারা ক্ষতিরোধের জন্য চাষের জমিতে বিদ্যুৎবাহী তারের প্রয়োগ-বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ সুপার জানান, বাদাবন ম্যানগ্রোভ ধ্বংস করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
শুধু ঝড় আটকানোই নয়, নদী ভাঙন রুখতে কার্যকরী ভূমিকা পালন করে ম্যানগ্রোভ। আর সেই লক্ষ্যে সুন্দরবনের বিস্তীর্ণ ভাঙন কবলিত নদীবাঁধ এলাকাগুলিতে ম্যানগ্রোভ লাগানোর কাজ চালাচ্ছে বনদফতর। ম্যানগ্রোভ বাঁচলে বাঁচবে সুন্দরবন। বাঁচবে উপকূল এলাকার মানুষ। সুন্দরবনে জীববৈচিত্রের ভারসাম্য রক্ষা করার জন্য ম্যানগ্রোভের গুরুত্ব অপরিসীম। তারপরও ম্যানগ্রোভ নিধন করে চলেছে কিছু মানুষ। সেই ম্যানগ্রোভ বাঁচানোর জন্য এবার আরও কড়া হল প্রশাসন।