রাজ্যের খবর

পুলিশের নামে ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১

Accused of defrauding lakhs of rupees by intimidation in the name of police, arrest 1

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : এক মহিলার বিরুদ্ধে এলাকায় নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দিয়ে, একাধিক ব্যক্তির কাছ থেকে তোলা আদায় করা এবং মানুষকে পুলিশ কেসের মিথ্যে ভয় দেখিয়ে পুলিশের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ পেয়েছিল শান্তিপুর থানার পুলিশ।

পরবর্তীতেতে সেই অভিযোগের ভিত্তিতে নদীয়ার শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংপুর বাবলাবন এলাকা থেকে রবিতা পাল নামে এক মহিলাকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। পরবর্তীতে তাকে শান্তিপুর থানায় নিয়ে আশা হয়।

পুলিশ সূত্রে খবর অভিযুক্ত রবিতা পাল, এলাকায় পুলিশের নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে বারংবার টাকা তুলেছে। লক্ষাধিক টাকা এই ভাবে দিনের পর দিন তুলে এলাকায় তোলাবাজি করছিলো। এবং কেও টাকা দিতে না চাইলে তাকে মিথ্যে পুলিশ কেসের ভয় দেখিয়ে জেলে পাঠানোর ভয় দেখাতো। তবে অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০,৩৮৪,৫০৬ ধারায় মামলা রুজু করে, তার সাথে আর কে কে এই ঘটনায় যুক্ত আছে এবং কি উদ্দেশে শে আইনকাজ করছিলো সেই তথ্য জানতে পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট বিচারবিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও আদালত অভিযুক্ত কে ২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।তবে পুলিশের এই কাজে খুশি নৃসিংহপুর এলাকার মানুষেরা।

Related Articles