বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক নাবালককে খুন, গ্রেফতার অভিযুক্ত
Accused arrested for murdering a minor by calling him from home

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক নাবালককে ছুরি মারার অভিযোগ এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। নদিয়ার শান্তিপুর থানা এলাকার পাবনা কলোনি এলাকার ঘটনা।
বাবা প্রদীপ দাস এর অভিযোগ, গতকাল সন্ধ্যার পরে তার ১৬ বছর বয়সী নাবালক ছেলে আকাশ দাস বাড়িতেই ছিল। হঠাৎ ৩০ বছর বয়সী প্রতিবেশী যুবক ভোলা দাস তার ছেলেকে ফোনে ডেকে নেয়। অভিযোগ এরপরেই ভোলা দাস আকাশের পেটে ধারালো ছুরি বসিয়ে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আকাশ। এরপর তড়িঘড়ি ওই নাবালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ওই ফাঁকে অভিযুক্ত ভোলা দাস গা ঢাকা দেয়। বাবা প্রদীপ দাস কাজে ছিলেন, ছেলের এই মর্মান্তিক খবর শুনে তিনি বাড়িতে ছুটে আসেন,এরপর শান্তিপুর থানায় অভিযুক্ত নামে একটি অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই মূল অভিযুক্ত ভোলা দাসকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। সোমবার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়। তবে নাবালকের বাবার দাবি, ভোলা দাস প্রতিবেশী যুবক, পেশায় কসাই। পারিবারিক কিংবা ব্যক্তিগত কোন শত্রুতা ছিল না, কিন্তু তার ছেলের পেটে কি কারণে ছুরি মারল এই নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তারা। অন্যদিকে আহত নাবালক বাড়িতেই এখনো পর্যন্ত শয্যাশায়ী।