
The Truth of Bengal: ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ কলোনিতে বৃহস্পতিবার একটি শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল। সেখানে দই খাওয়ার পরেই প্রায় ২০০ জন অসুস্থ বোধ করেন। এরপর একে একে অসুস্থদের সবাইকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।
শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়া ব্যক্তিরা জানান, শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়ার পরে দই, মিষ্টি দেওয়া হয়। দই খাওয়ার পরে কিছু হয়নি। তবে বাড়িতে এসে অনেকেই বমি করতে শুরু করেন। এরপরেই তাদেরকে তড়িঘড়ি রাতে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।
তাদের অনুমান, শরীর খারাপের কারণ ওই দই খাওয়া। কারণ যারা দই খায়নি তাদের কিছু হয়নি। দইয়ে ভেজাল ছিল বলেই এতগুলো মানুষের শরীর খারাপ হলো বলে তারা জানাচ্ছেন।
ঝাড়গ্রাম মেডিকেল কলেজের পরিচালক ডা. সুজিত কুমার সরকার জানান, অসুস্থদের মধ্যে বেশিরভাগেরই বমি, ডায়রিয়া, পেটে ব্যথা ও মাথাব্যথার মতো উপসর্গ রয়েছে। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছু রোগীকে আইভি ড্রিপ দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, দইয়ে ভেজাল ছিল কিনা তা পরীক্ষার পরে জানা যাবে।