
The Truth of Bengal: পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামশোর গ্রামে বাদশাহী রাস্তায় একটি মোটরসাইকেল বর্ধমান অভিমুখে আসছিল ও বাসটি যাচ্ছিল নতুনহাট অভিমুখে। মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে।
স্থানীয় মানুষজনদের অভিযোগ, গ্রামে বিদ্যালয় রয়েছে বেশ কয়েকটি। খুব গুরুত্বপূর্ণ রাস্তা হল বাদশাহী সড়ক। গ্রামে বেশ কয়েকটি হাম ছিল। সেই হাম কোন কারণ বশত তুলে দেয়া হয়। যার ফলে দুর্ঘটনা বেড়েছে। আজ এক যুবকের তরতাজা প্রাণ চলে গেল। অবিলম্বে এই ঘটনার কড়া ব্যবস্থা না করে দিলে মৃতদেহ তুলতে দেবে না গ্রামবাসী।
দাবিতে বিক্ষোভ দেখায় পুলিশকে গ্রামবাসী। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বাদশাই সড়কে। মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান মোটরসাইকেলের নাম্বারটি মুর্শিদাবাদ জেলার।