রাজ্যের খবর

দিনে দুপুরে চিতাবাঘের হামলায় জখম এক মহিলা, ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা

A woman was injured in a leopard attack during the day

The Truth of Bengal: গরু আনতে গিয়ে দিনে দুপুরে চিতাবাঘের হামলায় জখম এক মহিলা।জখম মহিলার নাম ফতেমা বিবি। কোনক্রমে প্রাণে বাঁচলেন ওই মহিলা।বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া ২ গ্রাম পঞ্চায়েতের সোনাখালির আদর পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে ওই মহিলা বাড়ির গরু আনতে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সোনাখালি জঙ্গলে গিয়েছিলেন।সেই সময় আচমকাই জঙ্গল থেকে একটি চিতাবাঘ তার উপর আক্রমণ করে বলে ওই মহিলার দাবি।তিনি বলেন আমাকে তিনবার বাঘটি আক্রমণ করে।আমার হাতে দা থাকার কারণে বেঁচে যায়।

দা দিয়ে আমি বাঘকে কোপ মারলে বাঘটি জঙ্গলে ফিরে যায়।এদিকে আহত মহিলা বাড়ি ফিরে আসলে তাকে আহত অবস্থায় ধূপগুড়ির গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।বনদপ্তর সূত্রে খবর বাঘের হানায় একজন আহত হয়েছে জানতে পেরেছি।ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌছে বিষয়টি দেখছে।

Related Articles