অশোকনগরে খুন এক তৃনমূল নেতা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়
A Trinamool leader killed in Ashoknagar

The Truth Of Bengal : গুলি করে খুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কে ঘটনায় চাঞ্চল্য এলাকায় ,ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। জানা যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত গুমায় এলাকায়। এদিন রাতে তোমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান বিজন দাস তিনি তার কর্মীর বাড়িতে ছিলেন। হঠাৎই এলাকাবাসীরা দেখতে পায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে বিজন বাবু।
সে সময় ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে দেখা যায় গৌতম দাস নামে এক ব্যক্তিকে। তবে এলাকাবাসীদের অনুমান এই গৌতম ই শত্রুতার জেরে বিজনকে গুলি করেছে। এলাকাবাসীরা আহত অবস্থায় বিজন দাস কে বারাসাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। ঘটনার সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন হাবরা থানা এবং অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী।
তাকে উদ্ধার করে রাতেই নিয়ে আসা হয় বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসক তৃণমূলের উপপ্রধানকে মৃত বলে ঘোষণা করেন। শাসকদলের এই নেতার মাথায় গুলি লেগেছে বলেই হাসপাতাল সূত্রে খবর। তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।
FREE ACCESS