
The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের শিয়ালদহ ও হাসনাবাদ রেল লাইনের মালতিপুর স্টেশনে ও কাকড়া মির্জা নগর স্টেশনের মাঝখানে ২৯/ ১১ রেললাইনের পোস্টে ঘটনাটি ঘটে। বছর ৫৩ বঙ্কিম মিস্ত্রি পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক। বাড়ি নেজাট থানার সেহেরা অঞ্চলে, সেখানেই শিক্ষকতা করেন।
ছেলে কলকাতায় থাকে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ওই শিক্ষক শিয়ালদা হাসনাবাদ লোকাল সকাল আটটায় আপ ট্রেন ধরার জন্য রেল লাইনের ধার বরাবর হেঁটে যাচ্ছিল ঐ শিক্ষক। হঠাৎই সামনাসামনি হাসনাবাদ আপ ট্রেন চলে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিক্ষকের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে বসিরহাটের জিআরপি গিয়ে মৃতদেহ উদ্ধার করে বারাসাত রেল পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদ লোকাল লাইনে গত তিন দিনে ট্রেনের ধাক্কায় তিন জনের মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠেছে রেল সুরক্ষা নিয়ে বারবার ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনাটা রীতিমতো মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে।