রাজ্যের খবর

রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িতে টাকার পাহাড়! হুলুস্থুল হুগলিতে

A mountain of money in the car with stickers of the state government! In Hulusthul Hooghly

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগিয়ে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল 2 লক্ষ 17 হাজার টাকা।

জানা যায়,  সিঙ্গুর থানার পুলিশ গতকাল রাতে শ্রীরামপুর- জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারী এলাকায় নাকা চেকিং পয়েন্টে ধরা পড়ে টাকা সমেত গাড়ি।

পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা থেকে সাদা ইনোভা গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িতে প্রীতম হালদার নামে এক ব্যাক্তি কয়েকটি খামে করে 500/- টাকার নোট নিয়ে ডানকুনির দিকে যাওয়ার সময় আটক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পঞ্চাশ হাজারের বেশি টাকা নিয়ে যাওয়া যাবে না। তবে আটক করা টাকার মালিক জানিয়েছে কোম্পানির শ্রমিকদের মাস মাহিনা নিয়ে যাওয়া হচ্ছিল। সিঙ্গুর থানার পুলিশ আটক করা টাকা ও গাড়ির আলাদা আলাদা কেস দায়ের করেছে।

Related Articles