
The Truth Of Bengal : জলপাইগুড়ি : মঙ্গলবার সকালে ডুয়ার্সের মাল ব্লকের নেওড়া চা বাগানে ফের খাঁচাবন্দি হল এক চিতাবাঘ। এদিন সকালে নেওরা চা বাগানের ১ নং সেকশনে চিতাবাঘ বন্দী হওয়ার খবর চাউর হতেই চিতা বাঘ দেখতে স্থানীয়রা ভিড় জমায়।
উল্লেখ্য গত শুক্রবার এই চা বাগানেই একটি চিতাবাঘ খাঁচা বন্দী হয়। কিন্তু এলাকাবাসী ও চা শ্রমিকদের দাবি ছিল যে চা বাগানে আরো চিতাবাঘ রয়েছে। তাই বনদপ্তর স্থানীয়দের দাবি মেনে ফের খাঁচা বসায়।আর এদিন সকালে ফের সেই খাঁচায় বন্দি হয় একটি চিতাবাঘ। ইতিমধ্যে খাঁচা বন্দি চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে মালবাজার বন বিভাগ কর্মীরা। একই এলাকায় এক সপ্তাহের মধ্যে পরপর দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় এলাকাবাসী আতঙ্কিত।
প্রসঙ্গত, গতকাল ভোররাতে একটি চিতাবাঘ ভুট্টাবাড়ি এলাকায় রাস্তা পারাপার করছিল। ঠিক সেই সময় কোন এক গাড়ি ধাক্কা মারে চিতা বাঘটিকে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিতা বাঘের। এ দেখি স্থানীয়রা খবর দেয় বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। এরপর বনকর্মীরা গিয়ে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে আসে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে চিতা বাঘটি পাঁচ বছর বয়সী পুরুষ চিতাবাঘ ছিল। এদিন চিতা বাঘটির ময়নাতদন্ত হবে। তবে কোন গাড়ি মেরেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতি মধ্যে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।