সিউড়িতে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল আঁচল কর্মসূচী
A district program was organized in Siuri by the women's wing of Trinamool Congress

Truth Of Bengal: সিউড়ি ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল আঁচল কর্মসূচী। এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিকাশ রায়চৌধুরী, জেলা মহিলা নেত্রী আঁখি অধিকারী, পঞ্চায়েত সমিতির সদস্য, ব্লক তৃণমূল সভাপতি রাজেন্দ্র প্রসাদ লালা সহ একাধিক মহিলা কর্মী ও সমর্থক।
কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প ও সুবিধা মহিলারা ঠিকভাবে পাচ্ছেন কিনা, যা খতিয়ে দেখা। যারা এখনও বঞ্চিত, তাঁদের নাম তালিকাভুক্ত করে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলাদের ঘরে ঘরে গিয়ে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলে বাস্তব চিত্র বোঝার চেষ্টা করেন কর্মীরা।
আসন্ন ২৬ এর বিধাসভা নির্বাচনকে সামনে রেখে, এই কর্মসূচীকে দলীয় সংগঠন মজবুত করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলাদের উন্নয়ন এবং রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচী আগামী দিনেও চলবে।