রাজ্যের খবর

আরামবাগে জলে ডুবে নিখোঁজ ৯ বছরের এক শিশু, চাঞ্চল্য এলাকায়

A 9-year-old child is missing after drowning in Arambagh, Chanchalya area

The Truth Of Bengal: মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে জলে ডুবে নিখোঁজ নয় বছরের এক শিশু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার আরামবাগের পশ্চিম কেশবপুর এলাকার।

জানা যায়, নিখোঁজ শিশুর নাম সুরোজ মল্লিক। বাড়ি স্থানীয় এলাকাতেই। শুক্রবার ওই শিশু চার জনের সাথে নদীতে স্নান করতে গিয়েছিল। এরপর প্রতক্ষদর্শীদের দাবি তারা নদীর জলে প্রথমে খেলা করছিল তার পরেই আসাবধানতা বসত সে নদীর জলে পরে গিয়ে ডুবে যায়।

ঘটনা জানাজানি হতেই প্রথমে স্থানীয়রা নদীতে নেমে শিশুর খোঁজ শুরু করে পাশাপাশি পুলিশ ও NDRF কে খবর দেয়।
কিছুক্ষনের মধ্যেই NDRF এর টিম নদীতে নেমে শিশুর খোঁজ চালাতে থাকে। ঘটনায় এখনও পর্যন্ত শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গেছে।

FREE ACCESS

Related Articles