৭ দিনের সময় পার, বকেয়া আদায়ে ধর্নায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
7 days pass, Trinamool supremo Mamata Banerjee on sit-in to collect dues

The Truth Of Bengal : বকেয়া আদায়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিয়েছিলেন ৭ দিনের ডেটলাইন। গত ২৬ জানুয়ারি তিনি জানিয়েছিলেন সময়ের মধ্যে রাজ্যের বকেয়া না মেটালে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। সময় পার। বকেয়া মেটায়নি কেন্দ্র। পূর্ব হুঁশিয়ারি মতো শুক্রবার থেকে রাজ্যের বকেয়া আদায়ে ধর্নায় বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেলা পৌনে একটা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা পৌঁছে যান রেড রোডে তৈরি ধর্নামঞ্চের কাছে। প্রথমে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর ওঠেন মঞ্চে। দুপুর থেকে টানা ধর্না মঞ্চে বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বক্তব্য রাখেন ধর্নামঞ্চে। রাজ্যের বকেয়া ইস্যু ছাড়াও নানা বিষয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন।
একাধিকবার চিঠি দেওয়া ছাড়াও কিছুদিন আগে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন খাতে রাজ্যের কত টাকা প্রাপ্য, সেই তালিকা তিনি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। অবিলম্বে বকেয়া মেটানোর অনুরোধ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী মন দিয়ে মুখ্যমন্ত্রীর সেই আবেদন শুনে জানিয়েছিলেন, যেখানে বিতর্ক আছে সেখানে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ে আলোচনার কথা। সেই বৈঠক হয়ে গিয়েছে। তাও রাজ্যের বকেয়া জট কাটছে না। এদিন ধর্নামঞ্চে সেই কথা উল্লেখ করে ফের একবার কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের দাবি আদায়ে লাগাতার আনাদোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই আন্দোলন রাজ্য ছাড়াও দিল্লিতে গিয়ে পৌঁছেছে। তা সত্ত্বেও রাজ্যের বকেয়া মেটাতে কোনওরকম ইতিবাচক পদক্ষেপ করছে না কেন্দ্র। একশো দিনের প্রকল্প ছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে রাজ্য পায় ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। রাজ্যের সেই প্রাপ্য আদায়ে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে আবারও পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ধর্না মঞ্চে তিনি টানা ৪৮ ঘণ্টা অবস্থান চালাচ্ছেন। এই ধর্নার জন্য যাতে মানুষের কাজ আটকে না থাকে সেই জন্য পাশেই তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী দফতর। সেখান থেকেই প্রয়োজনীয় কাজ সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
FREE ACCESS