রাজ্যের খবর

অ্যাম্বুলেন্স সহ ৩ টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত ৩

3 seriously injured in collision of 3 vehicles with ambulance

The Truth Of Bengal : ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলায় নবাব হাট এলাকায় জাতীয় সড়কের ওপরে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা। বর্তমানে আহতরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, পূর্ব বর্ধমান জেলায় নবাব হাট এলাকায় জাতীয় সড়কের ওপরে একটি অ্যাম্বুলেন্স ও একটি ডাম্পার এবং একটি প্রাইভেট চার চাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এলাকাবাসিদের কাছ থেকে জানা যায়, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে দুর্গাপুর দিক থেকে বর্ধমান দিকে আসছিল রং রুটে। এই অ্যাম্বুলেন্স এর কারনেই এই দুর্ঘটনাটি ঘটে। এরপর একটি অ্যাম্বুলেন্স ও একটি ডাম্পার এবং একটি প্রাইভেট চার চাকা গাড়ির সংঘর্ষে ওখানেই রাস্তায় লুটিয়ে পড়ে থাকেন আহতরা। এরপর তৎক্ষনাত স্থানীয়রা দৌড়ে এসে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসীর কাছ থেকে আরো জানা যায় অ্যাম্বুলেন্সে চালকসহ সহকর্মী ও পেসেন্ট ও পেশেন্টের বাড়ির লোক আশঙ্কাজনক।

এরপর, ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। প্রাইভেট গাড়ি থেকে তিনজন ফ্যামিলিকে নামিয়ে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয় যাতে তাদের উপর কেউ চড়াও না হয়। আপাতত তিনজন গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পরিস্থিতি অনেকটাই খারাপ রয়েছে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ইতিমধ্যেই তিনটে গাড়ি আটক করেছে বর্ধমান সদর থানার পুলিশ।

Related Articles