রাজ্যের খবর
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর থেকে গ্রেফতার ৩
3 arrested from Chandannagar in passport fraud case

Truth Of Bengal: পাসপোর্ট জালিয়াতি কান্ডে এবার চন্দননগর পুলিশের জালে তিন অভিযুক্ত। গ্রেফতার একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ড। ধৃতদের মধ্যে ছিলেন, মহঃ ইমরান, মোহন সাউ ও বিশ্বজিৎ ঘোষ। যাদের মধ্যে ইমরানের বাড়ি চাঁপদানীতে, মোহন সাউ এর বাড়ি বৈদ্যবাটি।এবং বিশ্বজিৎ এর বাড়ি তারকেশ্বরে।
চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরী করে দিত। একই আধার নম্বর দিয়ে বার বার পাসপোর্টের জন্য আবেদন করা হয়। সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে। এরপর ওই তিনজনকে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত তিনজনকে চন্দননগর আদালতে পেশ করা হয়। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হবে। এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।