পূর্ণিমার কোটালে উত্তাল সমুদ্রের ঢেউয়ের কবলে ২ টি নৌকা, ক্ষতির মুখে কয়েক লক্ষ টাকা
2 boats hit by rough sea waves in Purnima Kotal, loss of several lakhs of rupees

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : জাহেদ মিস্ত্রী : পূর্ণিমার কোটালে উত্তাল সমুদ্রের ঢেউয়ে দুটি মাছ ভর্তি নৌকা উল্টে দুর্ঘটনা ঘটলো গঙ্গাসাগরে। ক্ষতির মুখে কয়েক লক্ষ টাকা।
পাঁচ দিন গভীর সমুদ্রে মৎস্যজীবীরা যাতে মাছ ধরতে না যায় তার জন্য সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া অত্যন্ত খারাপ ও সমুদ্র প্রচুর উত্তাল হওয়ার পূর্বাভাস ছিল আগে থেকেই। সেজন্য পাঁচ দিনের জন্য গভীর সমুদ্রের মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুদিন ধরে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে প্রচার হচ্ছিল। দূরবর্তী স্থানে মাছ ধরার নৌকাগুলো যাতে কুলে ফিরে আসে। যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে। ইতিমধ্যে গঙ্গাসাগরের বেগুয়া খালীর কাছে মাছ ধরে ফেরার সময় দুটি ইলিশ ভর্তি দৈনিক মাছ ধরা নৌকা বা ডেইলি ফিসিং বোট সমুদ্রে উথাল পাতাল ঢেউয়ে উল্টে যায়। অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। মাঝি-মাল্লাদের চিৎকার শুনে আশেপাশের মৎস্যজীবীরা অন্যান্য ফিসিং বোর্ড নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে। চিৎকার চেঁচামি শুনে চলে আশে এলাকার মানুষ, উদ্ধার করে ওই মৎস্যজীবীদের।
প্রায় ৪০ থেকে ৫০ কুইন্টাল মাছ ভর্তি নৌকা দুটির বেশিরভাগ মাছ নদীতে ভেসে যায়। কিছু মাছ উদ্ধার করা সম্ভব হয় সকলের প্রচেষ্টায়। স্থানীয় মানুষ দড়ি দিয়ে বেঁধে উল্টে যাওয়া নৌকা দুটি টেনে উপরে তোলার চেষ্টা করেন। প্রচুর পরিমাণ ইলিশ মাছ নদীতে ভেসে যাওয়ার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও, মৃত্যুর হাত থেকে মৎস্যজীবীদেরকে প্রাণে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরে, খুশি সকলে।