রাজ্যের খবর

সুন্দরবনে বাঘ গুনতে বসছে ১৪৪৪ টি ক্যামেরা! ঢুকতে পারবেন না পর্যটকরা

1,444 cameras are being used to count tigers in the Sundarbans

Truth of Bengal: সুন্দরবনে শুরু হতে চলেছে বাঘ শুমারির কাজ। বাঘের সঠিক সংখ্যা জানতে ১ ডিসেম্বর থেকেই চলবে কাজ। বসানো হচ্ছে ক্যামেরা। ১ ডিসেম্বর থেকে প্রতি শুক্রবার শুমারির কাজের জন্য বন্ধ থাকবে সুন্দরবনের জঙ্গল। দেরিতে হলেও রাজ্যে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। আর শীতে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য হল সুন্দরবন। তবে, বাঘ শুমারির কাজের জন্য মঙ্গলবারের পরিবর্তে প্রতি শুক্রবার বন্ধ থাকবে সুন্দরবনের জঙ্গল।

বন দফতরের এক সূত্র মারফত জনা গেছে, ৪১০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে সুন্দরবনে বাঘের গতিবিধির ওপর নজর রাখতে বসানো হচ্ছে ১৪৪৪ টি ক্যামেরা। তারা ঠিক কোন কোন এলাকায় বেশি ঘুরছে, কী করছে, সবটাই ধরা পড়বে এই ক্যামেরায়।

জঙ্গলে ঠিক কতগুলো বাঘ রয়েছে, সঠিক সংখ্যাটা জানতে ৩০-এর বদলে ৪৫ দিন ধরে চলবে ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ। এ বিষয় সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, ‘জঙ্গলের একটা বড় অংশজুড়ে ক্যামেরা বসানো হবে। বেশি সংখ্যক বাঘের ছবি যাতে ধরা পড়ে, তার জন্যই ৪৫ দিন জঙ্গলে রাখা থাকবে ক্যামেরা। এই ব্যাটারির আয়ু থাকে ৪৫ দিন পর্যন্ত।’

দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বনবিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গেই এই শুমারির কাজ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঘ ছাড়াও মেছো বিড়াল, বুনো শুকর-সহ অন্যান্য প্রাণীর ছবিও ধরা পড়বে ক্যামেরায়।

সূত্রের খবর, ২১শে নভেম্বর জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু করবেন বনকর্মীরা, শেষ হবে ২৬শে ডিসেম্বর। সঠিকভাবে যাতে কাজ হয় তার জন্য ক্যামেরা বসানোর প্রশিক্ষণও দেওয়া হবে বনকর্মীদের। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ছবি তোলার কাজ চলবে।

Related Articles