সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বর্ধমানে অনুষ্ঠিত হল ১২১ জোড়া গণবিবাহ
121 mass marriages were held in Burdwan

Bangla Jago TV Desk : গণবিবাহের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল বর্ধমান শহর। শুক্রবার বর্ধমানের কাঞ্চননগর কংকালেশ্বরী মন্দিরের সামনে জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে ১২১ জোড়া গণবিবাহ অনুষ্ঠিত হল। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্রপাত্রীরা উপস্থিত ছিলেন এই গণবিবাহ অনুষ্ঠানে। গণবিবাহ উপলক্ষে একেবারে মেলার রূপ নেয় বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীমাতা মন্দির সংলগ্ন মাঠ। তার আগে ১২১ জন বরকে নিয়ে নানান বাজনা-সহ বিশেষ শোভাযাত্রা পরিক্রমা করে বর্ধমান শহরে। অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, অনেকেই আর্থিক কারণে সারম্ভরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারে না। তাদের কথা মাথায় রেখে ১০ বছর ধরে গণবিবাহের আয়োজন করা হচ্ছে।
এবারে গণবিবাহতে গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে কন্যা এবং বর বিয়ের আসরে বসে ছিলেন তার মধ্যে যেমন রয়েছে, দিল্লি গুজরাট ইউপি বিহার সহ একাধিক বিভিন্ন রাজ্য থেকে যুবক যুবতীরা এই বিয়েতে অংশগ্রহণ করেন। যেখানে মুসলিম সম্প্রদায় ১৪ জোড়া ছিলেন এবং খ্রিস্টান সম্প্রদায় মানুষ ২ জোড়া বাকি হিন্দু সম্প্রদায় যুবক যুবতীরা এই বিয়ে আসরে বসেছেন সমস্ত ধর্মের নিয়ম বিধি মেনেই ধুমধাম সহকারে পালিত হল গণবিবাহ| শুক্রবার দিনভর মহাসমারোহে বর্ধমানের কঙ্কালীতলায় গণবিবাহ সম্পন্ন হল। এবারে এই গণবিবাহের দশম বর্ষ। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই অনুষ্ঠান এক উৎসবের রূপ নিয়েছে। ১২১ জোড়া নানা ধর্মের যুবক – যুবতীর সামাজিক বিয়ের অনুষ্ঠান হলো শুক্রবার ।
বর্ধমানের কাঞ্চন নগর কংকালেশ্বরী মন্দির মাঠে আয়োজিত এই গণ বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়,মলয় ঘটক,চন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্বপন দেবনাথ, পার্থ ভোমিক,। এছাড়া রবীন্দ্রনাথ চট্টপাধ্যায়,সহ একাধিক বিধায়ক, পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার,অনেক কাউন্সিলর উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী ও পুলিশ সুপার আমনদীপ। অনুষ্ঠানের প্রধান উদ্যেক্তা বিধায়ক খোকন দাস বলেন অসহায় এই সমস্ত যুবক যুবতীর পাশে দাঁড়ানো এক সামাজিক কর্তব্য।
FREE ACCESS