রাজ্যের খবর

দেশি পিস্তল ও গুলি সহ লাভপুর থেকে গ্ৰেফতার  ১ যুবক 

1 youth arrested from Lobhpur with country pistol and bullets

The Truth Of Bengal : বড়সড় সাফল্য পেল  লাভপুর থানার পুলিশ । লাভপুর  থেকে উদ্ধার দেশি পাইপ গান ও  এক  রাউন্ড গুলি  ৷ ঘটনার সঙ্গে জড়িত থাকায় সন্দেহজনক এক যুবককে আটক করে পুলিশ । কোথার থেকে এবং কেন ওই অস্ত্র আনা হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷  এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

লাভপুরের মুন্ডু মালিনী তলা এলাকায় এক ব্যক্তি ছিনতাই করার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে। গোপন সূত্র  খবর পেয়ে  , লাভপুর থানার পুলিশ একটি  টিম গঠন করে । সেখানে যেতেই ধৃতকে গ্রেফতার করে পুলিশ । ধৃত ব্যক্তিই নাম রাহুল শেখ ।

উল্লেখ্য , ধৃত ব্যক্তির বাড়ি লাভপুর থানার অন্তর্গত ঠাকুরপাড়া এলাকায়।  তার সঙ্গে আরো কেউ রয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর , ওই ব্যক্তি কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই এলাকায় পরিচিত । এদিকে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত জেলা প্রশাসন।

Free Access

Related Articles