
The Truth Of Bengal: চলছে প্রচার। তবে রাজনীতির ময়দান কাঁপিয়ে দেওয়া প্রচার এখনও শুরু হয়নি। এখনও পর্যন্ত প্রচারে এগিয়ে আছে তৃণমূল। এবার তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিল তাঁদের স্টার ক্যাম্পেনারদের তালিকা। মোট ৪০ জনের নাম রয়েছে সেই তালিকায়। নতুন প্রজন্মের নেতা–নেত্রী থেকে শুরু করে দলের সর্বময় নেত্রীর নাম রয়েছে তালিকায়। কমিশনের কাছে তৃণমূল স্টার ক্যাম্পেনারদের নাম জমা দিয়েছে।
তালিকায় একেবারে শীর্ষে নাম আছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর পর্যায়ক্রমে নাম আছে সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, মানস ভুঁইয়া, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শতাব্দী রায়, দীপক অধিকারী, মমতা ঠাকুর, মনোজ তিওয়ারি, পার্থ ভৌমিক, শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ সরকার, প্রতিমা মণ্ডল, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, ইউসুপ পাঠান, বিবেক গুপ্তা, সোহম চক্রবর্তী, ডাঃ শান্তনু সেন, সমীর চক্রবর্তী, অদিতি মুন্সি, মোশারফ হোসেন, জয়প্রকাশ মজুমদার, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বচনা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ দাস।
লোকসভা ভোটে নিজেদের জেতা কেন্দ্রগুলি ধরে রাখার পাশাপাশি বিজেপির কাছ থেকে যতটা সম্ভব বেশি আসন ছিনিয়ে নেওয়াকে পাখির চোখ করেছে তৃণমূল। আর সেই লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের সবথেকে বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি কেন্দ্রের প্রার্থী চান অন্তত তাঁর জন্য একবার তাঁর কেন্দ্রে প্রচারে আসুন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৬ মার্চ ভোট ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাইরে কোথাও প্রচারে যেতে পারেননি। কারণ তাঁর আগে তিনি আহত হয়েছিলেন। এবার সুস্থ হয়ে প্রচারে নামতে চলেছেন। নদিয়ার কৃষ্ণনগর দিয়ে লোকসভার নির্বাচনী প্রচার শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।