গতবারের গ্রাফ পেপার বিতর্ক থেকে শিক্ষা নিল পর্ষদ, এবার মাধ্যমিকে প্রশ্নপত্রেই থাকবে গ্রাফ!

গত বছরের মাধ্যমিক পরীক্ষায় গ্রাফ পেপার নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। অনেক জায়গায় পরীক্ষার্থীরা গ্রাফ পেপার পায়নি। তাই তারা হাতে গ্রাফ একে পরীক্ষা দিয়েছিলেন। এই সমস্যা সমাধানে এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের সঙ্গে গ্রাফ পেপার দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি রামানুজ জানালেন, “আগে গ্রাফ পেপার আলাদা করে স্কুলে পাঠানো হত। কিন্তু তাতে অনেক সময় বিভ্রান্তি হত। তাই এবার প্রশ্নপত্রের সঙ্গেই গ্রাফ পেপার দেওয়া হবে। পরীক্ষার্থীরা যেমন প্রয়োজন মনে করবে, তেমন গ্রাফ পেপার ব্যবহার করতে পারবেন।”
শুধু অঙ্কে নয়, ইতিহাস এবং ভূগোলের ক্ষেত্রেও মানচিত্র প্রশ্নপত্রের সঙ্গে দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র সমাধান করে উত্তরপত্রের সঙ্গে যোগ করে দিতে পারবেন।
এছাড়াও, এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি পরীক্ষার জন্য আলাদা কোড নম্বর থাকবে। এতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা কম হবে বলে মনে করা হচ্ছে।
এই নতুন ব্যবস্থার ফলে পরীক্ষার্থীদের গ্রাফ পেপারের জন্য বিভ্রান্তির সম্ভাবনা কমবে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।