Uncategorizedদেশ

বিয়ের আনন্দে বিষাদের ছায়া, রাজস্থানের ঝালওয়ারিতে মৃত ৯, গ্রেফতার চালক

Shades of sadness in the joy of marriage

The Truth of Bengal : আনন্দের অনুষ্ঠান পরিণত হল বিষাদে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। রাজস্থানের ঝালাওয়ারে কমপক্ষে ৯জনের মৃত্যু হয়েছে।কিভাবে ঘটল এই দুর্ঘটনা ?জানা গেছে,মধ্যপ্রদেশের কিলচিপুরে একটি বিয়ে বাড়ি থেকে গাড়িতে ফিরছিলেন ১০জন।সেসময় একটি ট্রাক  ভ্যানে  ধাক্কা মারলে বাড়ে বিপদ।ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়।আরও ৬জন আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁরাও মারা যান। ঝালাওয়ারের পুলিশ সুপার রিচা তোমার জানিয়েছেন, মৃতদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।কেন এতবড় দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।এই অবস্থায় পুলিশি তত্পরতায় ট্রাকের চালক ধরা পড়ে ।তাকে গ্রেফতার করা হয়েছে।যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে স্থানীয় প্রশাসনের কর্তারাও।

 

Related Articles