বছর শেষে ফিফার তালিকায় ১ নম্বরে আর্জেন্টিনা, তিনে আছে ব্রাজিল …
At the end of the year, Argentina is number 1 in the FIFA list, Brazil is fifth

The Truth Of Bengal: বছর শেষে সুখবর আর্জেন্টিনার । ফিফার র্যাংকিং ১৮৫৫.২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই রইল আর্জেন্টিনা । গতবছর আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করলেও প্রথম স্থান দখল করতে পারেনি । এবার আর্জেন্টিনা সেই প্রথম স্থান দখল করল । ২০২৩ থেকে ২০২৪ এ আর্জেন্টিনা পা দেবে প্রথম স্থানে থেকেই ।
গত বছর বছর বিশ্ব জয়ের পর থেকে আর্জেন্টিনির প্রাপ্তির তালিকায় নতুন নতুন রেকর্ড । গত এপ্রিলে আর্জেন্টিনা চলে ফিফা র্যাংকিংয়ে একে আসে । তার পর থেকে চলছে সেই রথ । এবার ও ২০২৩ সালের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১৮৫৫.২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এক নম্বরেই রয়েছে । আর্জেন্টিনার পরই আছে ফ্রান্স। তিনে অবস্থান করছে ইংল্যান্ড। গত মাসে মে প্রকাশিত র্যাংকিংয়েও সেরা তিনে ছিল তারা। সেরা তিনের মতোই সেরা দশেও কোনো পরিবর্তন আসেনি। পাঁচে আছে ব্রাজিল। গতবছর ডিসেম্বরের এই সময়ই ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা ফ্রান্স কে হারিয়ে নজির গড়ে । তখন ফিফা তালিকায় শীর্ষে ছিল ব্রাজিল।
এবছর এপ্রিলে যে তালিকা বের হয় সেই তালিকাদের শীর্ষে ব্রাজিল নয় চলে আসে আর্জেন্টিনা। সেই ধারাটাই কার্যত অব্যাহত রয়েছে। ফিফা র তালিকায় শীর্ষে থাকায় বেশ খুশি আর্জেন্টিনার ভক্তরা । ১ নম্বর স্থানে পৌঁছে যাবার পর এবার সেই জায়গাটা ধরে রাখায় কার্যত চ্যালেঞ্জ আর্জেন্টিনার । সেই জায়গাটা মেসির আর্জেন্টিনা কিভাবে ধরে রাখবে সেটাই বড় চ্যালেঞ্জের। ১ এ থাকা আর্জেন্টিনার পর রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। বেলজিয়াম রয়েছে তালিকার চতুর্থ স্থানে। বছর শেষে ফিফার এক্সে যে তালিকা পোস্ট করা হয়েছে তা দেখে নিশ্চিতভাবে খুশি খেলোয়ার থেকে সমর্থক প্রত্যেকেই। এই সুখবর নেই নতুন বছরে নতুন উদ্যমে মাঠে নামবে আর্জেন্টিনা। এই সুখবর নিয়েই ২০২৩ থেকে ২০২৪ এ পা দেবে আর্জেন্টিনা।
Free Access