ভ্রমণরাজ্যের খবর

শীত পড়তেই মাইথন জলাধারে পর্যটকদের ভিড়

Tourism of West Bengal

The Truth of Bengal: শীতের মরশুম শুরু হতেই পর্যটকদের ভীড় বাড়ছে মাইথন জলাধারে। মাইথন জলাধার প্রাকৃতিক ভাবেই সুন্দর। যেখানে পাহাড় জঙ্গল ও জলাধারের সমাবেশ ঘটেছে একসাথে। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই জলাধারকে। স্বাভাবিক ভাবেই সপ্তাহ অন্তে ও প্রতি বছর শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে এই জলাধারে। পাশাপাশি পিকনিকের সময় বাংলা বিভিন্ন প্রান্ত সহ ঝাড়খণ্ড থেকে দলে দলে লোক আসে এই জলাধারে। যেখানে নৈস্বর্গিক দৃশ‍্যের সাথে থাকে জলবিহার বা নৌকোতে ভ্রমণের ব‍্যবস্থা। আগত পর্যটকদের দিকে খেয়াল রেখে প্রশাসন থেকে কিছু পরিষেবার ব‍্যবস্থা করা হয় প্রতিবছর।

পাশাপাশি পর্যটকদের দূষণের থেকে রক্ষা পেতে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়। এর জন‍্যে সরকারের পক্ষ থেকে পর্যটকদের কাছ থেকে ট‍্যাক্সও আদায় করা হয়। যদিও এই বছর শীতের শুরুতে মাইথন জলাধারে উপস্থিত হয়ে দেখা গেল পর্যটকদের আসা যাওয়া শুরু হলেও পরিষেবা প্রদানের ক্ষেত্রে বেশ কিছু গাফিলতি রয়েছে। যেমন এলাকায় বিশেষ পানীয় জলের ব‍্যবস্থা নেই। নেই পর্যাপ্ত শৌচালয়। তাছাড়া যেসব শৌচালয় রয়েছে সেগুলি অপরিচ্ছন্ন ও ব‍্যবহার অযোগ‍্য। অথচ সেই শৌচালয় ব‍্যবহারের জন‍্যই আদায় করা হচ্ছে টাকা। জলবিহারের ক্ষেত্রে পর্যাপ্ত লাইফ জ‍্যাকেটের ব‍্যবস্থা নেই।

পাশাপাশি নিষেধের কড়াকড়িতে পর্যটকেরা উৎসাহ হারাচ্ছেন এই জলাধারের প্রতি বলে জানান নৌ চালকরা। পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে অব‍্যবস্থার প্রতি সোচ্চার হচ্ছেন। তাঁদের মতে, মনোরম এই জায়গায় ঘোরার জন‍্যে সরকারি ভাবে টোল আদায় করা হলেও পর্যপ্ত পরিষেবার ব‍্যবস্থা নেই। নৌকা চালকেরাও জানাচ্ছেন তাঁদের কাছে পর্যাপ্ত লাইফ জ‍্যাকেট দেওয়া হয়নি। তাই অধিক যাত্রী তারা নৌকা বা বোটে তুলতে পারছেন না। এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিডিও দেবাঞ্জন বিশ্বাস পানীয় জলের অসুবিধার কথা মেনে নেন। একই সাথে জানিয়েছেন পর্যটকদের সুরক্ষার ব‍্যবস্থাটি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে পর্যটন কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি জোর দেওয়া হয়েছে।

Free Access

 

Related Articles