চোটের জন্য অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে পারবেন না প্যাট কামিন্স
এমনকি সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে একদিনের সিরিজও তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
Truth Of Bengal: আগামী ২১ নভেম্বর থেকে পারথে শুরু হবে চলতি বছরের অ্যাশেজ টেস্ট সিরিজ। হাইভোল্টেজ সেই সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দলের হয়ে মাঠে নামতে পারবেন না অধিনায়ক প্যাট কামিন্স। সোমবার এই খবর জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কারণ হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পিঠের চোটের সমস্যা থেকে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি ইয়েলো ব্রিগেডের দলনেতা। সেই কারণেই তাঁকে প্রথম ম্যাচে পাওয়া যাবে না। এবং কামিন্সের পরিবর্তে এই ম্যাচে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
প্রসঙ্গত, কামিন্স জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন গত জুলাই মাসে। তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। এমনকি সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে একদিনের সিরিজও তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এদিকে খুব শীঘ্রই চোট সারিয়ে কামিন্স আবার মাঠে নেমে বল হাতে অনুশীলন শুরু করবেন জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
কামিন্সকে যেহেতু প্রথম ম্যাচে পাওয়া যাবে না, সে কারণে তাঁর বদলে দলের বোলিং বিভাগে ডাকা হতে পারে স্কট বোলান্ডকে। যেহেতু কামিন্সকে পাওয়া যাবে না পারথের প্রথম টেস্টে সে কারণে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগের যাবতীয় দায়িত্ব সামলাতে হবে মিচেল স্টার্ক ও হ্যাজালউডকে। এবং তাঁদের সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে অল রাউন্ডার ক্যামরন গ্রিন এবং বিউ ওয়েবস্টারকে।
এদিকে কামিন্সের পাশাপাশি অভিজ্ঞ হ্যাজালউডও কতটা সুস্থ থাকবেন, তা নিয়েও সন্দেহ রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট কর্তাদের। কেননা, গত আট বছরে মাত্র একবছরই পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজের সবকটি ম্যাচে হ্যাজালউডকে পাওয়া গিয়েছিল। তার পাশাপাশি ভারতের বিপক্ষে সিডনির মাঠে তৃতীয় একদিনের ম্যাচে আঙুলে চোট পান তিনি। এখন দেখার বিষয় হল কামিন্সের অভাব হ্যাজালউড কতটা মেটাতে সক্ষম হন, তা সময়ই বলবে।






