কলকাতা সাইক্লোথন অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর
উদ্যোক্তাদের আশা এই সাইক্লিং উৎসব কলকাতার আইকনিক রাস্তাগুলিকে যেমন স্পর্শ করবে, তেমনি সকলকে একত্রিত করারও বার্তা দেবে।
Truth Of Bengal: রাইড ফর চেঞ্জ -এর উদ্দেশে চলতি বছরের কলকাতা সাইক্লোথন অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। এবারের প্রতিযোগিতায় মোট ৩০০০-এর বেশি মানুষ উপস্থিত হবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে আশা করা হচ্ছে।
কোল ইন্ডিয়া, লোহা ফাউন্ডেশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হচ্ছে ফিটনেস, স্থায়িত্ব এবং সম্প্রদায়ের চেতনার বিকাশ ঘটানো। উদ্যোক্তাদের আশা এই সাইক্লিং উৎসব কলকাতার আইকনিক রাস্তাগুলিকে যেমন স্পর্শ করবে, তেমনি সকলকে একত্রিত করারও বার্তা দেবে। এই মেগা ইভেন্টে মোট ৫.৫ লক্ষ টাকার পুরষ্কার এবং লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের জন্য এক্সক্লুসিভ পুরস্কার রয়েছে বলেও জানান উদ্যোক্তারা।
এই প্রসঙ্গে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার আঞ্চলিক পরিচালক অমর জ্যোতি বলেন, ‘নাগরিক কর্তৃপক্ষ দ্বারা সমর্থিত এবং ফিট ইন্ডিয়া সানডেস অন সাইক্লিং এবং মিশন লাইফের (পরিবেশের জন্য জীবনধারা) মতো জাতীয় উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে কলকাতাকে ভারতের শীর্ষস্থানীয় সাইক্লিং-বান্ধব শহরগুলির মধ্যে স্থান দেওয়া।’
রেস ডিরেক্টর ‘আয়রন ম্যান’ ১৯৯৮ ব্যাচের আইপিএস আধিকারিক মহারাষ্ট্র পুলিশের এডিজি কৃষ্ণ প্রকাশ বলেন, ‘আমরা চাই কলকাতা সাইক্লোথন ২০২৫-এর মাধ্যমে প্রতিটি কলকাতাবাসী সাইক্লিংয়ের শক্তি অনুভব করুক স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য এবং সম্প্রদায়ের জন্য।’
সহ আয়োজক লোহা ফাউন্ডেশনের ইভেন্ট ডিরেক্টর মেহের তিওয়ারি বলেন, ‘আমরা কলকাতায় এমন একটি ফিটনেস এক্সট্রাভ্যাগানজা করতে চাই যেখানে সাইকেল সহ বা ছাড়া প্রতিটি নাগরিক উপভোগ করতে পারবে, সেই কারণেই আমরা ভারতে সর্বনিম্ন রেজিস্ট্রেশন ফি রেখেছি।’
সাই কলকাতার সহকারী পরিচালক ডোঙ্গারি লক্ষণ বলেন, ‘ গত ৪৫টি রবিবার ধরে, কলকাতার সম্প্রদায় রবিবারের পর রবিবার হাজির হয়েছে। সাইকেলে রবিবারকে জীবন্ত অভ্যাসে পরিণত করার জন্য। তাঁদের শক্তি, শৃঙ্খলা এবং ধারাবাহিকতা কলকাতা সাইক্লোথনকে অনুপ্রাণিত করে এবং ইন্ধন জোগায়।’
বিধাননগর পুলিশের ডিসিপি ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশ এই অনুষ্ঠানের সুষ্ঠু সমন্বয়ের জন্য কলকাতা সাইক্লোথনের আয়োজকদের সম্ভাব্য সকল উপায়ে সহায়তা করার অশ্বাস দেন। ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ আয়োজক লোহা ফাউন্ডেশন এর ট্রাস্টি সুষমা কোপ্পিকার, টেকনো ইন্ডিয়া ডামা হসপিটাল এর মেডিকেল ডিরেক্টর ডা. সৌরভ ঘোষ।
এক নজরে দেখে নিন এই প্রতিযোগিতার সকল নিয়মাবলী।
ইভেন্ট এর জন্য শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ – বিআইবি, টি-শার্ট এবং গুডি ব্যাগ সংগ্রহ (বিকাল ১টা থেকে সন্ধ্যা ৭টা)। রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ সাই ইভেন্ট বিভাগ এ
৭০ কিমি – প্রো রাইড (১৬ বছর এবং তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত)
৫০ কিমি – এন্ডুরেন্স রাইড (১৪ বছর এবং তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত)
২৫ কিমি – অপেশাদার রাইড (১৪ বছর এবং তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত)
১০ কিমি – ফান রাইড (১০ বছর এবং তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত)
৫ কিমি – ফান রাইড
বিশেষভাবে জানানো হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত প্রতিযোগীদের সব বিভাগের স্লট পূরণ হচ্ছে ততদিন নাম দেওয়া যাবে। ১ নভেম্বর, ২০২৫ তারিখে অথবা স্লট পূরণ হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। সেই কারণে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের জানানো হচ্ছে অতি শীঘ্রই নাম নথিভূক্তের জন্য। নাম দিতে ১৯৯ টাকা থেকে শুরু (প্রাথমিক ছাড়: ৫০%, ছাড়ের জন্য কোড – CIKC50 ব্যবহার করতে হবে । অনলাইনে নাম নিবন্ধন করা যাবে এই ওয়েব সাইটের মাধ্যমে। www.kolkatacyclothon.com


