খেলা

বাড়িতে আত্মঘাতী আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড় রোহিণী

চিকিৎসকরা বছর ৩৫-এর এই আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড়কে মৃত বলেই ঘোষণা করেন।

Truth Of Bengal: রবিবার মধ্যপ্রদেশে নিজের বাড়িতে আত্মঘাতী হলেন আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড় রোহিণী কালামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহিণী প্রথমে তাঁর নিজস্ব বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা বছর ৩৫-এর এই আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড়কে মৃত বলেই ঘোষণা করেন। তবে ঘটনার সময় রোহিণীর মা ও বাবা বাড়িতে ছিলেন না। এবং ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

কেন রোহিণী এমন কাণ্ড ঘটালেন, সেই প্রসঙ্গে তাঁর বোন রোশনি জানান, ‘দিদি আশতায় একটি বে-সরকারি স্কুলে মার্শাল আর্টের কোচ হিসেবে চাকরি করতেন। কিন্তু সেখানে রোহিণী যথেষ্ট চাপে ছিলেন বলেই আমরা জানতে পেরেছি। সেখান থেকে শনিবার দিদি বাড়িতে আসেন। এবং রবিবার রোহিণী সকালের খাবারও খান। তারপর ফোনে যখন কথা বলছিলেন, তখনই বুঝতে পারি দিদি তাঁর চাকরি নিয়ে খুব চাপে আছেন। এবং তাঁর স্কুলের শিক্ষকরা থেকে শুরু করে অধ্যক্ষ পর্যন্ত তাঁকে নানাভাবে বিরক্ত করছিলেন।’

এদিকে রোহিণীর বাবা জানান, ‘রোহিণী পাঁচ ভাই-বোনের মধ্যে সবচেয়ে বড় ছিল। এবং সে স্বপ্ন দেখত আইপিএস অফিসার হবে। সে কারণে প্রায়ই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিত। বিগত দুই বছর ধরে বিক্রম পুরস্কারের জন্য চেষ্টা করলেও তাঁর নাম মনোনীত হয়নি।’ উল্লেখ্য, রোহিণী ভারতের হয়ে হাংজুতে অনুষ্ঠিত এশিনয়ান গেমসে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া তিনি অংশগ্রহণ করেছিলেন এশিয়ান জুৎসু চ্যাম্পিয়নশিপেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা। তা এলেই বোঝা যাবে কি কারণে রোহিণীর মৃত্যু হয়েছে।