খেলা

গুজরাটের বিপক্ষে ম্যাচে অ্যাডভান্টেজে বাংলা

জবাবে ব্যাট করতে নেমে এই ইনিংসেও নিজের অর্ধ্বশতরান পূর্ণ করেন বাংলার ব্যাটার সুদীপ ঘরামি।

Truth Of Bengal: ইডেনে আয়োজিত রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাটের প্রথম ইনিংস তৃতীয় দিনেই শেষ করে দিল বাংলা। রবিবার গুজরাটের সংগ্রহ ছিল সাত উইকেটের বিনিময়ে ১০৭ রান। কিন্তু ম্যাচের শুরুতেই গতকালের অপরাজিত ব্যাটার চিন্তন গাজার উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় গুজরাট। তিনি শাহবাজের বলে অভিমন্যুর হাতে ধরা পড়েন মাত্র চার রান করে।

এরপর আরজানকে সঙ্গী করে দলকে টানতে থাকেন গুজরাট অধিনায়ক। অবশেষে সেই জুটিতেই ফাটল ধরান শাহবাজ। আরজানকে ১২ রানে এলবিডব্লুই করে। এরপর প্রিয়াজ্যোতি সিংয়ের উইকেট নেন মহম্মদ শামি। ফলে ১৬৭ রানেই বান্ডিল হয়ে যায় গুজরাট। এবং বাংলা প্রথম ইনিংসে এগিয়ে থাকে ১১২ রানে।

জবাবে ব্যাট করতে নেমে এই ইনিংসেও নিজের অর্ধ্বশতরান পূর্ণ করেন বাংলার ব্যাটার সুদীপ ঘরামি। ৫৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ইনিংসের মত এই ইনিংসেও ব্যর্থ অভিমন্যু ইশ্বরণ। তাঁর সংগ্রহ ২৫ রান। সেইভাবে রান পেলেন না সুমন্ত, অভিষেক, জুনেইদরা। কিন্তু দিনের শেষে ৪৪ রানে অপরাজিত রইলেন অনুষ্টুপ মজুমদার ও সূরয সিন্ধু জয়সওয়াল। বাংলার সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৭০ রান। সব মিলিয়ে চতুর্থ দিনের শেষে বাংলা এগিয়ে ২৮২ রানে। এখন চতুর্থ দিনে বাংলার ভবিষ্যৎ কি হয় তা সময় হলেই বোঝা যাবে।