রেকর্ড কোপা জয় আর্জেন্টিনার, কলম্বিয়াকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা
Argentina defeated Colombia 1-0

The Truth of Bengal: আবারও কোপা আমেরিকা কাপে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ১১২তম মিনিটে মার্তিনেজের একমাত্র গোলে চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার শিরোপা নিশ্চিত করে। এই নিয়ে সার্বিকভাবে ১৬বার এবং টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা কাপে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা।
চোখের জলে যখন মাঠ ছাড়ছেন লিওনেল মেসি গোটা মাঠ শোকস্তব্ধ। দেখে কে বলবে যে, ম্যাচের ফল তখনও গোলশূন্য। যেন হেরেই গিয়েছে আর্জেন্টিনা। ১৯২১ সালে প্রথমবার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। মেসির অধিনায়কত্বে ২০২৩ সালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর, এখন কলম্বিয়াকে হারিয়ে আবারও কোপা আমেরিকার শিরোপা নিজেদের নামে করল নীল-সাদা বাহিনী।
টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে রেকর্ড বইয়ে নাম লিখেয়েছে আল-বিসে-লেস্তারা। কোপার ইতিহাসে এখন সর্বোচ্চ ১৬ বারের চ্যাম্পিয়ন হল তারা। গতবার চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের ১৫ শিরোপা জয় স্পর্শ করেছিল আর্জেন্টিনা। এবার তাদের ছাড়িয়ে গেল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের উভয় অর্ধই গোলশূন্য ছিল। এরপর খেলা অতিরিক্ত সময়ে চলে যায়, যেখানে ১১২তম মিনিটে গোল করতে সক্ষম হয় আর্জেন্টিনা। জিওভানি লো কেলসোর পাসে আর্জেন্টিনার হয়ে নির্ণায়ক গোলটি করেন স্ট্রাইকার লউতারো মার্তিনেজ। এটি ছিল টুর্নামেন্টে মার্তিনেজের পঞ্চম গোল। এই গোলের সাথে কোপা আমেরিকার গোল্ডেন বুট নিজের নামে করেন লউতারো মার্তিনেজ। কোপা আমেরিকা জয় দিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন আর্জেন্টিনার আরেক তারকা খেলোয়াড় দি মারিয়া।
আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসির চোখের জলও নষ্ট হতে দেয়নি তাঁর সতীর্থরা। ইনজুরির কারণে ম্যাচের ৬৬তম মিনিটে মেসি মাঠ ছাড়েন, এরপর তাকে কাঁদতে দেখা যায়। কলম্বিয়াকে হারিয়ে শেষ পর্যন্ত তারকা খেলোয়াড়ের কান্নার মূল্য দিয়েছে আর্জেন্টিনা দল।