রাজনীতিরাজ্যের খবর
মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু ঘটনায় মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
Governor CV Anand Bose is going to Chopra

The Truth of Bengal: তৃণমূলের প্রতিনিধিদলের দাবি মেনে এবার চোপড়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাতেই তিনি চোপড়ার উদ্দেশে রওনা দেন। রাতে দার্জিলিং মেলে করে কিষাণগঞ্জে পৌঁছন। আজ সড়কপথে চোপড়ায় পৌঁছবেন রাজ্যপাল।
উল্লেখ্য, গত সোমবার চেতনাগাছে মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু হয়। বিএসএফ ওই এলাকায় একটি নর্দমা কাটছিল। সেখানেই খেলাধুলা করার সময় আচমকা মাটি চাপা পড়ে মৃত্যু হয় শিশুদের। বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে গর্জে ওঠে তৃণমূল।
এরপরই গত বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধিদল। রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার আর্জি জানিয়েছিলেন তাঁরা। সেদিনই চোপড়ায় যাওয়ার আশ্বাস দেন রাজ্যপাল। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গতকাল চোপড়ায় গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।