দেবাশীষ ধর’কে “তারা মা সুবিচার করেছেন” কটাক্ষ অভিষেকের
Abhishek Banerjee at Birbhum

The Truth of Bengal, পার্থ দাস, বীরভূম : এদিন খয়রাশোল ব্লকের গোষ্ঠ মেলার মাঠে তৃণমূলের তরফে বিশাল জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জীর হাতে তৈরি করা বীরভূমের কোর কমিটির সদস্যরা, বিধায়ক থেকে শুরু করে প্রার্থী সবাই। মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে একহাত নিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির প্রার্থী ঘোষণার পরই দেবাশীষ ধর তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন। তারা মা তার সুবিচার করেছেন এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দেবাশীষ ধরের বিষয়ে শীতলকুচির ঘটনায় একগুচ্ছ দাবি তুলে জন সাপেক্ষে প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার পাশাপাশি বললেন, কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া টাকা এখনো পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছে, যে সকল মানুষের বাড়ির সম্পূর্ণ হয়নি আগামী দিনে দায়িত্ব নিয়ে সেই বাড়িগুলি সম্পূর্ণ টাকা মুখ্যমন্ত্রী দেবে। কেন্দ্রের কাছে আর ভিক্ষা চাইবে না তাই সঠিক জবাব দিতে বীরভূম লোকসভা তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়কে চার নম্বর বোতাম টিপে জোড়া ফুলের চিহ্নে ভোট দিন। অপরদিকে দেবাশিষ ধরের প্রার্থী পদ বাতিল হওয়ার পর রামপুরহাটে তার আইনজীবীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। তিনি সার্টিফিকেট না পাওয়ার জন্য হাইকোর্টে যান তার পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। দেবাশীষ ধরের প্রচারের আগে কিছুটা হলেও আঁচ পেয়েছিল বিজেপি, আর শেষ দিনে তাই তড়িঘড়ি করে দেবতনু ভট্টাচার্যকে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ করে দেয় বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বীরভূম লোকসভার প্রার্থী হিসেবে তিনি বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে চিহ্নিত হন এবং শনিবার তাঁকে দেখা যায় মহম্মদ বাজার এলাকায় তাকে প্রচার করতে।