অফবিট
Trending

বর্জ্য দিয়ে পরিবেশবান্ধব পলিমার তৈরী করে নজির গড়লেন দুই ভারতীয় মহিলা বিজ্ঞানী

Two Indian women scientists set a precedent by making eco-friendly polymer from waste

The Truth Of Bengal, Mou Basu: প্লাস্টিকের কারণে হওয়া পরিবেশ দূষণ রোধে অসাধ্য সাধন করলেন বিমলেশ লোচাব ও সঙ্গীতা সাহু নামে ২ ভারতীয় মহিলা বিজ্ঞানী। শিব নাদর বিশ্ববিদ্যালয়ের এই ২ মহিলা বিজ্ঞানী এক যুগান্তকারী আবিষ্কার করেছেন।

পেট্রোলিয়াম রিফাইনিং কারখানা থেকে প্রচুর সালফার বেরোয় আর কাজু বাদামের কারখানা থেকে প্রচুর পরিমাণে কার্ডানল মেলে। এই ২ রকম জিনিস দিয়ে শিব নাদর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২ বিজ্ঞানী অধ্যাপক বিমলেশ লোচাব ও ডক্টর সঙ্গীতা সাহু মিলে বর্জ্য দিয়ে পরিবেশবান্ধব পলিমার তৈরি করেছেন। এই পরিবেশবান্ধব পলিমার দূষণ সৃস্টিকারী পেট্রোকেমিক্যালজাত প্লাস্টিকের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে।

এই পলিমার তৈরির প্রযুক্তি অত্যন্ত সরল হওয়ায় বিভিন্ন শিল্পে তা ব্যবহার করা যাবে বলে দাবি বিমলেশ ও সঙ্গীতার। মানুষের ত্বকে কেটেছড়ে গেলে যেমন আপনাআপনি নতুন ত্বকের স্তর তৈরি হয় সেরকম ভাবেই নির্দিষ্ট তাপমাত্রায় নতুন করে cardanol benzoxazine-sulfur পলিমারও নতুন রূপ নিয়ে পুনর্ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এসিএস জার্নালে।