অফবিটদেশ

ভারতের এক আজব গ্রাম, এখানে দেখা মেলে শুধু যমজ সন্তানের

Kodinhi, A Mysterious Village

The Truth of bengal: ধরা যাক আপনি এমন একটি গ্রামে গেলেন, যেখানে আপনাকে একটাই প্রশ্ন জর্জরিত করে তুলবে। সেটা হল, একই ঘটনা কি দ্বিতীয়বার ঘটছে? ধাঁধার মতো লাগছে? তাহলে বিষয়টি খুলেই বলা যাক। ধরে নিন আপনি একটি গ্রামের রাস্তা ধরে হাঁটছে। পথ চলতে চলতে কোনও কিশোর বা কিশোরীকে ডেকে ডিজ্ঞাসা করলেন কোনও একটি কথা। উত্তর মেলার পর, সে চলে গেল। কিছুক্ষণ পর আবার একজনের সঙ্গে দেখা হল সেই একই কিশোর বা কিশোরী।

তখন আপনার মন কিছুটা বিচলিত হবে। একই দৃশ্য দেখার পর মনে হতেই পারে, একি কল্পনা নাকি বাস্তব। পরে হয়তো আপনার যুক্তিভিত্তিক মন বলে উঠবে, কোনও যমজ কিশোরকে দেখেছেন হয়তো। কিন্তু যদি এই ঘটনা আপনার সামনে একাধিকবার, বারবার ঘটে, তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না হয়তো। ভারত এমন এক দেশ, যেখানে পরতে পরতে রয়েছে নানা রহস্য। আজকের প্রতিবেদন এমন এক গ্রামকে ঘিরে, যার রহস্য এখনও বিজ্ঞানের কাছে অমীমাংসিত।

কেরালার কোদিনি গ্রাম। ভারতের অন্যান্য রাজ্যের প্রত্যন্ত গ্রামের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে। এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার সঙ্গে তেমন বড় কোনও পার্থক্য নেই, আর পাঁচটা গ্রামের বাসিন্দাদের। কিন্তু এই গ্রামকে একদম ভিন্ন মাত্রা যোগ করে দিয়েছে, একটি প্রাকৃতিক ঘটনা। আর সেই ঘটনা ঘটে চলেছে কয়েক দশক ধরে।

কেরালার কোদিনি গ্রামে যদি কখনও বেড়াতে যান, তাহলে একটা বিষয় দেখে চোখ ধাঁধিয়ে যাবে। একটা প্রশ্নের চোরাবিলাতি নিজেই ঘুরপাক খেতে থাকবেন। মনে হবে, একই ঘটনা যেন বারবার আপনার সঙ্গে ঘটছে।  চোখের বিভ্রম, কাটিয়ে বুঝতে পারবেন আপনার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে শুধু যমজ মানুষেরা? আপনাকে স্বাগত জানানো হচ্ছে ভারতের একমাত্র ‘যমজ গ্রাম’ কোদিনিতে।

আরও পড়ুন- এই দ্বীপে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, দেড় লক্ষ মানুষকে

মালাপ্পুরম জেলার সদর থেকে বেশ কিছুটা দূরে  অবস্থিত কোদিনি গ্রাম। প্রায় ২ হাজার পরিবারের বাস এই গ্রামে। আর এখনে রহস্যজনকভাবে বছরের পর বছর ধরে জন্ম নিচ্ছে যমজ সন্তান। বর্তমান পরিসংখ্যান বলছে, এই গ্রামে ৪৫০ জোড়া শিশু থেকে কিশোর কিশোরী রয়েছে! প্রায় অর্ধেক গ্রামের জনসংখ্যাই যমজ। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, সারা ভারতে যেখানে প্রতি হাজারে মাত্র ৪ জন যমজ সন্তানের জন্ম হয়, সেখানে কোদিনিতে সংখ্যাটা প্রায় দশ গুণ। এমন একটি ঘটনা কি কাকতালীয়? নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনও বিজ্ঞানভিত্তিক রহস্য? কোদিনির বাসিন্দাদের অবশ্য দাবি, এসব ঈশ্বরের দান।

আরও পড়ুন- দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ইতিহাস

২০০৮ সালে স্থানীয় একটি সংবাদমাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসে, তারপরেই ছড়িয়ে পড়ে গোটা দেশ ও বিদেশে। দেশের পাশাপাশি, বিদেশী গবেষকেরাও ছুটে এসেছেন প্রত্যন্ত এই গ্রামে। বিভিন্ন তথ্য সংগ্রহের পরেও এখনও পর্যন্ত অমিল আসল কারণ।

আরও পড়ুন- খাস কলকাতায় রয়েছে গ্যাসের চুল্লি, যেখানে দাহ করা হত ইংরেজদের

রহস্য উন্মোচন না হলেও, এই গ্রাম ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে পর্যটন মানচিত্রে। ভারতের একমাত্র যমজগ্রাম হয়ে উঠেছে এক অনন্য পর্যটনকেন্দ্র। যমজ সন্তানদের দৌলতে বদলাচ্ছে গ্রামের আর্থসামাজিক অবস্থা।