অফবিট

দিপাবলীতে মানবিকতার নিদর্শন! অনলাইনে অর্ডার দেওয়া মিষ্টি উপহার দিলেন ডেলিভারিম্যানদের

একজন ইনফ্লুয়েন্সরের অভিনব পদক্ষেপে উৎফুল্ল নেটিজেনরা। ঠিক কী করেছেন তিনি?

Truth Of Bengal: মিষ্টি ছাড়া দিপাবলী ভাবাই যায় না। পরিবার-আত্মীয়-বন্ধু-বান্ধব সবার জন্য মিষ্টি কেনা হয়। কেউ কেউ নিজের জন্যও কেনে বটে। কিন্তু যাকে জানি না, চিনি না তার জন্য কজন কেনে? এবছরের দিপাবলীতে সামনে এসেছে মানবিকতার নিদর্শন। ঘটনাটি হায়দরাবাদের। একজন ইনফ্লুয়েন্সরের অভিনব পদক্ষেপে উৎফুল্ল নেটিজেনরা। ঠিক কী করেছেন তিনি?

দিপাবলীতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে মিষ্টি অর্ডার দিয়েছিলেন তিনি। সময়ে মিষ্টি দিতে আসেন ডেলিভারি বয়’রা। সে সময় সমস্ত ফর্মালিটির পর সেই মিষ্টির প্যাকেটগুলি তাঁদেরকেই উপহার হিসাবে দিয়ে দিপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি Blinkit, Swiggy, Zepto ও BigBasket-এর ডেলিভারি কর্মীদেরকে এই দিপাবলীর উপহার দিয়েছেন। এমনকি তিনি ডেলিভারিম্যানদের সম্মান দিয়ে তিনি তাঁদের মুখ পর্যন্ত দেখাননি। সেই ভিডিয়োটি এখন সমাজমাধ্যমে ভাইরাল।

ভিডিয়োটি শেয়ার করার পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া এসেছে। কেউ প্রশংসা করেছেন মুখ প্রকাশ না করার জন্য। কেউ বলেছেন যে অবশেষে ডেলিভারি কর্মীদের প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হচ্ছে। তবে কিছু ব্যক্তি এটিকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার প্রচারের উদ্দেশ্যে করা বলেও মন্তব্য করেছেন।

ভিডিয়োটি তৈরি করা প্রসঙ্গে গুণ্ডেটি মাহেন্দ্র রেড্ডি লিখেছেন, “আমি এই রিলটি করেছি যাতে কেউ অনুপ্রাণিত হয়ে দীপাবলি এবং অন্যান্য উৎসবেও একই কাজ করতে পারে। ভিউয়ের জন্য নয়, ভিডিয়োটি প্রয়োজনে মুছে ফেলা হবে।”

গুণ্ডেটি মাহেন্দ্র রেড্ডি একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এবং ইনস্টাগ্রামে “the_hungry_plate” পেজটি পরিচালনা করেন। তিনি নিয়মিত খাবার, পোশাক ও বিভিন্ন পরিষেবা সম্পর্কিত ভিডিয়ো পোস্ট করেন এবং তার ফলোয়ারের সংখ্যা বর্তমানে ৮০,০০০-এর বেশি।

Related Articles