পুজোমুখী বাংলায় আরও জোরালো হচ্ছে আশঙ্কা! দফায় দফায় বৃষ্টি কলকাতা সহ বিভিন্ন জেলায়
Today Weather

The Truth of Bengal: নিম্নচাপ শেষ পর্যন্ত তৈরি হয়নি বঙ্গোপসাগরে। কিন্তু তার পরেও পুজোমুখী বাংলায় স্বস্তির কোনও খবর নেই। আজও দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণে। চলতি সপ্তাহ কোথাও ভারী, কোথাও বিক্ষিপ্ত, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাংলা জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। আবহবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও আগামী ৩ দিন পরিস্থিতির বিশেষ হেরফের হবেনা। কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলবে দফায় দফায়। নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টি। আজও কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ দিনভর মেঘলা থাকবে।
কলকাতা- ছাড়াও দুই ২৪ পরগনা হাওড়া ও পূর্ব মেদিনীপুরে আজ দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে।আপাতত দিন তিনেক এই পরিস্থিতি বহাল থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত দিন তিনেক হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৬ সেপ্টেম্বরের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি শক্তি হারিয়ে আবার ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে ঠিকই। কিন্তু বঙ্গোপসাগরের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে।
দিঘা থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত এই মৌসুমি অক্ষরেখার কারণেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। আর সে কারণেই বৃষ্টি আপাতত চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পাবর্ত্য জেলা দার্জিলিং, কালিম্পঙে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুদুয়ার ও কোচবিহার জেলাতেও। রবিবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে।