আর.জি.কর. হাসপাতাল সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হল
RG Kor. Hospital Superintendent Sanjay Vasishta has been removed

The Truth of Bengal: শুক্রবার ভোর ৪-টের সময় আর.জি.কর. হাসপাতালে ধর্ষণ সহ খুনের মত পাশবিক ঘটনা ঘটে, তার জেরে উতপ্ত গোটা রাজ্য। ওই ঘটনার জেরে আর জি কর হাসপাতাল থেকে সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেয় স্বাস্থ্য দপ্তর, তার পর সুপারের পদে নিয়োগ করেন বুলবুল মুখোপাধ্যায়কে, ইনি এর আগে আর.জি.কর হাসপাতালের ডিন ছিলেন। এর সাথে ওই তরুণী যে বিভাগে কর্মরত ছিলেন সেই চেস্ট বিভাগের দু’জন চুক্তিভিত্তিক রক্ষীকেও বাতিল করা হয়েছিল। এই ভয়াবহ ঘটনার জেরে কর্ম ব্যহতর ডাক দিয়েছিলেন বহু হাসপাতালের শিক্ষার্থী ও কর্মীরা। তবে স্বাস্থ্য দপ্তর রুগীদের কথা ভেবে সরকারি হাসপাতাল কর্মীদের নিজেদের কর্মস্থলে ফিরে কাজকর্ম শুরু করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিত্সকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা শহরে। ঘটনার কথা জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত চিকিত্সকের পরিবারের সদস্যদের ফোন করেন। তাঁর বাবা-মাকে অস্বাভাবিক মৃত্যুর কিনারা করতে সবরকম সাহায্য করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বুঝিয়ে দেন, রাজধর্ম পালনে তিনি পিছপা হবেন না। এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে আটক করে পুলিশ। এরপর লালবাজারের অফিসারদের নিয়ে তৈরি করা হয় স্পেশাল টিম। ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার হয় অভিযুক্ত সঞ্জয় রায়। সঞ্জয় রায় অবশ্য হাসপাতালের কোনও কর্মী নয়। তার কথায় অসঙ্গতি থাকায় সঞ্জয় রায়কে লাগাতার জেরা করে পুলিশ, শেষে নিজের মুখে নিজের ঘৃন্য অপরাধের কথা স্বীকার করে সে। তবে তারমধ্যে কোনও প্রকার অনুতাপ দেখা যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা।