
The Truth of Bengal: রবিবার ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হাওড়ায়। সিগন্যালিংয়ের কাজ, ওভারহেডের রক্ষণাবেক্ষণের জন্য আগামী রবিবার ১৯ নভেম্বর একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে বলে জানা যাচ্ছে। সে কারণেই ছুটির দিনে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। বিগত কয়েক মাস ধরে প্রায় প্রতি সপ্তাহান্তেই হাওড়ায় লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে। একই ছবি দেখা গিয়েছে শিয়ালদহতেও।
এবার ফের হাওড়া শাখায় ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের। যদিও যাত্রীদের অসুবিধার জন্য রেলের তরফে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করা হয়েছে। এদিন বিবৃতি জারি করে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে রবিবার বাতিল থাকবে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি সেকশনের একগুচ্ছ লোকাল। বাতিল ছাড়াও কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
তালিকায় রয়েছে 37328 তারকেশ্বর – হাওড়া লোকাল। 32234 ডানকুনি – শিয়ালদহ লোকাল। এছাড়াও তালিকায় রয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও। রয়েছে 13032 জয়নগর-হাওড়া এক্সপ্রেস, 22512 কামাখ্যা-লোকমান্য তিলক এক্সপ্রেস, 13015 হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস এবং 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস।
Free Access