
The Truth of Bengal: আজ থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। হাওয়া বদল; পূবালী হাওয়ায় রাতের তাপমাত্রা বাড়লো রাজ্যে। উত্তর পশ্চিমের হওয়ার বদলে পূবালী হাওয়ার প্রভাব আরো বাড়বে বাংলায়। আজ সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব একটু বেশি থাকবে।
আজ বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। পূবালী হওয়ার প্রভাব বাড়বে। ঝাড়খন্ডে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা। হতে পারে উইন্ড ডিসকন্টিনিউটি। পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝার রেস্ট কাটতে না কাটতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির। নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩ ফেব্রুয়ারি।
রাতের দিকে হতে পারে সামান্য বৃষ্টি। কাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেল কলকাতায়। সকালে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ হলেও পরে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩২ থেকে ৯২ শতাংশ। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে। প্রভাব পড়বে উত্তর ভারতের সমতলেও। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীর লাদাখে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে। ফেব্রুয়ারির শুরুতেই তুষারপাতের সম্ভাবনা সিকিম ও অরুণাচল প্রদেশে; প্রভাব পড়বে দার্জিলিঙে।আবহাওয়ার পরিবর্তন উত্তর-পশ্চিম ভারত সহ বেশ কিছু রাজ্যে। আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে রাজ্যগুলিতে। ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
উত্তর-পশ্চিমের হাওয়ার বদলে পূবালী হওয়ার প্রভাব বাড়ছে। শুক্রবার এর মধ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ সকালে হালকা কুয়াশা। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আবহাওয়ার পরিবর্তন; সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বাড়লো।
কবে কোথায় বৃষ্টি
★মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।
★বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলী এবং কলকাতাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি।
★বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার।
★শুক্রবার দু এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দু-এক পশলা। বৃষ্টি হতে পারে নদিয়া উত্তর উঁচু দক্ষিণ চব্বিশ পরগনা তে বেশি।
★শনিবার আবহাওয়ার পরিবর্তন। তবে তাপমাত্রা খুব একটা কমবে না বৃষ্টির প্রভাবে।
৩১ শে জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে তোর সাথে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার এর মধ্যে দার্জিলিং ও কালিম্পং শিলাবৃষ্টি সঙ্গে উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। ফেব্রুয়ারি শুরুতে ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনা। প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিং ও কালিম্পংএর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টি।