কলকাতা

ED হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আলাদা সেল

Jyotipriya Mallick

The Truth of Bengal: রাতেই হাসপাতাল থেকে  ছুটি পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ছাড়া পেতেই সাথে সাথে  সিজিও কমপ্লেক্সে নিয়ে পৌঁছে যায় ED আদিকারিকরা। ১০ দিন তিনি ED হেফাজতে থাকবেন মন্ত্রী। মন্ত্রীর জন্য ED দফতরে আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল। জ্যোতিপ্রিয়র পরিবার থেকে পোশাক ও পাখা দেওয়া হয়েছে। পরিবার থেকে দেওয়া হয়েছে বাড়ির খাবার। মূলত এদিন মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, ভাল আছেন জ্যোতিপ্রিয়, হাসপাতালে রাখার প্রয়োজন নেই। জেরার মুখোমুখি হতে শারীরিক ভাবে সক্ষম জ্যোতিপ্রিয়।’ কখন হেফাজতে নেবে, সিদ্ধান্ত নেবে ইডি, জানান দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

নিয়ম মতো ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। আদালতের নির্দেশ অনুযায়ী, হাসপাতাল থেকে ছাড়া পেলেই ইডি হেফাজত শুরু হবে মন্ত্রীর। প্রসঙ্গত, সোমবার রাতে ইডির অফিসে ঢোকার সময়েও সংবাদমাধ্যমের সামনে কোনও প্রশ্নের কোনও উত্তর দিলেন না জ্যোতিপ্রিয় । গাড়ি থেকে নেমে ইডির অফিসারদের সঙ্গে হনহনিয়ে হেঁটে ভিতরে ঢুকে যান মন্ত্রী।

Free Access

Related Articles