কলকাতারাজ্যের খবর
Trending

মেধার ভিত্তিতে চাকরি মিললেও কেন ‘অসম্মান’? অবস্থানে যোগ্য চাকরিপ্রার্থীরা

Eligible Job seekers Protest at Shaheed Minar

The Truth Of Bengal: হাইকোর্টের নির্দেশে এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। যাদের চাকরি বাতিল হয়েছে  তাদের মধ্যে যোগ্যরাও রয়েছেন।মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার পরেও কেন তাঁদের অসম্মান ? কেন তাঁদের একই মাপকাঠিতে যাচাই করা   হচ্ছে ? এই প্রশ্ন তুলে   যোগ্য চাকরিপ্রার্থীরা এবার শহীদ মিনারে ধর্নায় বসেছেন।  তারা  এই রায়কে চ্যালেঞ্জ জানাতে তৈরি।

ন্যায়বিচার পেতে সুপ্রিমকোর্টে যাচ্ছেন। বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রার্থীরা জড় হয়েছেন শহীদ মিনারে। কেন যোগ্য অযোগ্য চাকরিপ্রার্থীদের মধ্যে ফারাক রইল না  ? বৈধ ওএমআর সিট হাতে নিয়ে  সেই  প্রশ্ন তুলে সরব রাজ্যের নানা প্রান্তের কর্মরত শিক্ষকরা।তাঁদের বক্তব্য, বৈধ ভাবে চাকরি পাওয়ার সমস্ত তথ্য  সংগ্রহ করে   শীর্ষ আদালতের কাছে আর্জি জানাবেন, তাঁদের চাকরিতে যেন  কোনও জটিলতা না থাকে।

এক চাকরিহারার কথায়, কয়েক জন ফেল করলে কি সবাইকে ফেল করিয়ে দেওয়া হবে? অযোগ্যদের জন্য আমাদের কোনও মাথাব্যথা নেই।   আমরা যাঁরা বৈধ ভাবে চাকরি পেয়েছি, তাঁরা লড়াই চালিয়ে যাব।

 

Related Articles