কলকাতারাজ্যের খবর

বেলঘরিয়া ও সালকিয়ায় ইডির অভিযান

ED raids in Belgharia and Salkia

The Truth Of Bengal : কলকাতায় ফের ইডির তল্লাশি। দিল্লির একটি সাইবার প্রতারণার মামলায় ইডির তল্লাশি উত্তর ২৪ পরগনা বেলঘরিয়ায়। অন্যদিকে হাওড়া সালকিয়ায় ইডির তল্লাশি। জাগ্রতপল্লীর এক ফ্ল্যাটে তল্লাশি রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি তিনি সাইবার কোম্পানির আধিকারিক পদে কর্মরত। ছয় মাস আগে ওই ফ্ল্যাট কেনেন রমেশপ্রসাদ। ১৫-২০ দিন তিনি এই ফ্ল্যাটে ছিলেন। কোথায় যেতেন সেই খবর স্থানীয়দের কাছে নেই।

অন্যদিকে হাওড়ার লিলুয়া চকপাড়া তেঁতুলতলায় আরেকটি জায়গা চলছে ই ডি হানা। হাওড়ায় লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া এলাকার মোহাম্মদ হোসেন বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা হানা দেয়। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে হাওড়ায় সালকিয়া গ্যাংরোডের একটি বাড়িতে দরজা বন্ধ করে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি স্থানীয় সূত্রের খবর তিনি একজন ব্যবসায়ী। আগে বড় ব্যবসায়ী ছিলেন পরে ছোট ব্যবসা করেন তিনি। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। ওই এলাকার আদি বাসিন্দা ওই ব্যবসায়ী। ইদানিং কি ব্যবসার সঙ্গে যুক্ত মনোজ দুবে তা জানেন না স্থানীয়রা।

গত শুক্রবার এক সঙ্গে তিন জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এই জায়গাগুলি হল হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল। বালিগঞ্জে জুটমিলটির মালিকের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ‘ডেল্টা’ সংস্থার অফিস। তদন্তকারীদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। ইডি সূত্রে খবর, ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলার তদন্তের সূত্রেই তাদের এই তল্লাশি অভিযান।

Related Articles