কলকাতা

স্বাধীনতা দিবসে রেডরোডে বর্ণাঢ্য অনুষ্ঠান! জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী

Independence Day Celebration

The Truth of Bengal: সারাদেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দিল্লির লালকেল্লার মতোই ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবারও রেডরোডে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়।রেডরোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রথমে তিনি  মাল্যদান করোন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে, সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। কুওকাওয়াজ থেকে ট্যাবলো সবেতেই নজর কাড়ে রেডরোডের গৌরবময় অনুষ্ঠান। অনুষ্ঠানে পুষ্পবৃষ্টি করে রাজ্য পুলিশের বিশেষ হেলিকপ্টার। অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপটেন কে এম রেড্ডি এই হেলিকপ্টার উড়িয়ে আনেন। পতাকা উত্তোলনের পর কৃতীদের হাতে পদক তুলে দেন প্রশাসনিক প্রধান।

রেডরোডে বর্নাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারে বিভিন্ন দফতরের রং-বেরঙের ট্যাবলো উপস্থিত দর্শকদের নজর কাড়ে। কলকাতা ও রাজ্য পুলিশের তরফে বিভিন্ন ‘স্টান্ট’ আয়োজিত হয়। ছৌ নৃত্যশিল্পীদের নাচও দর্শকদের নজর কাড়ে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আঁটোসাটো নিরাপত্তায় মোড়া ছিল রেড রোড চত্বর। প্রচুর সংখ্যায় পুলিশ ও কমব্যাট ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে রেড রোড এলাকায় চলছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি।

৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবারও রেডরোডের অনু্ষ্ঠানে আইপিএস অফিসারদের সঙ্গে আইএএস আধিকারিকদেরও পদক প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের কর্তা সহ ১১জন উচ্চপদস্থ আধিকারিকদের  বিশেষভাবে সম্মানিত করেন।অতিরিক্ত মুখ্যসচিব বিপিগোপালিকা, মনোজ পন্থ,প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম, প্রভাত মিশ্র, সঙ্ঘমিত্রা ঘোষকে পদক পরিয়ে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জনপরিষেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য আধিকারিকদের সম্মানিত করা হয়। পুলিশকর্তাদের দেওয়া পদককে মূলত দু’টি বিভাগে ভাগ করা হয়েছ। অসাধারণ কাজের জন্য সম্মানিত হয়েছেন এক জন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জ়োনের এডিজি আইজিপি ত্রিপুরারি অথর্ব। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ওয়ার্ক কালচার বাড়াতে বড় সাহায্য করবে বলে প্রশাসনের কর্তারা মনে করছেন।জাতীয় গৌরবের দিনে জনস্বার্থবাহী কাজকে প্রশাসন অগ্রাধিকার দেওয়ায় তার আলাদা তাত্পর্য রয়েছে বলাই যায়।

Related Articles