কলকাতা

পুলিশের উর্দি পরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার

Civic volunteer arrested for extortion while wearing police uniform

Truth Of Bengal: খাস কলকাতার কসবা এলাকায় পুলিশের উর্দি পরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তের নাম নীরজ সিং। শুক্রবার পুলিশ তাকে গ্রেফতার করে । এবার আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ফলে আগামী ৬ জুন পর্যন্ত জেলে থাকবেন তিনি। নীরজ সিং প্রগতি ময়দান থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তিনি মদ্যপ অবস্থায় পুলিশের কনস্টেবলের উর্দি পরে কসবায় তোলাবাজি করছিলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে ১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নীরজকে আটক করে এবং পরে গ্রেফতার করে।

নীরজের সঙ্গে আরও একজন অভিযুক্ত, আসিফ আলিকেও পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, তিনিও সিভিল ড্রেসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজিতে যুক্ত ছিলেন। আদালতে হাজিরার সময় নীরজের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন আইনজীবীরা। তাদের দাবি, নীরজ এলাকায় বারবার অশান্তি পাকানোর চেষ্টা করেছে এবং এর আগেও পুলিশের উর্দি পরে ভয় দেখিয়ে টাকা তুলেছে। এমনকি এই তোলাবাজ চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। সূত্রের খবর, নীরজ জেরায় স্বীকার করেছে যে, সে এর আগেও পুলিশের পোশাক পরে এলাকায় দাদাগিরি করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার।

কসবা থানার তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের উর্দি পরে সাধারণ মানুষের উপর প্রভাব খাটানোর এই প্রবণতা ঘিরে উঠছে নানা প্রশ্ন। শুরু হয়ে গিয়েছে তদন্ত। বলা বাহুল্য, আরজি কর কাণ্ডের পর থেকে রাজ্যে একাধিক অপরাধে নাম জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারদের। এই ঘটনায় ফের একবার রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles